তামিমে আস্থা মাশরাফির

ছবি: ছবি- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ওপেনার তামিম ইকবালকে নিয়ে তেমন চিন্তায় নেই বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত দুই ম্যাচে ব্যাট হাতে আশানুরূপ পারফর্মেন্স করতে না পারা তামিমের সমর্থনেই কথা বলেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১৬ রানে আউট হওয়া তামিম দ্বিতীয় ম্যাচে আউট হয়েছিলেন ২৪ রান করে। তবে ভালো খেলতে না পারলেও তামিমের প্রতি আস্থা রাখছেন কাপ্তান মাশরাফি। প্রত্যাশার চাপ কাঁধে চাপিয়ে দেয়ার পক্ষপাতী নন তিনি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলপতি বলেছেন,

'আসলে সবসসময় তো কোন খেলোয়াড়ের সমান যায় না। টুর্নামেন্টের শুরুতে কোন নির্দিষ্ট খেলোয়াড়ের কাছ থেকে খুব বেশী আশা করা বা তাঁকে চাপে ফেলা আমার কাছে মনে হয় ঠিক হবে না। সবাই সবার সেরাটা দেয়ার চেষ্টা করছে, কখনও হচ্ছে কখনও হয়তোবা হচ্ছেনা। মানসিকভাবে সবাই সব সময় এক জায়গায় থাকেনা।'
মাশরাফির বিশ্বাস দলের প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সেরাটা দিয়ে খেলার চেষ্টা করছেন। তাই কাউকে নিয়ে আলাদা করে সমালোচনা করতে চাননি তিনি। কারো প্রতি অভিযোগ না রেখে টাইগার অধিনায়ক বলেছেন,
'১টি বা ২টি ম্যাচ একজন খেলোয়াড় যা চায় তা পেয়ে গেলে হয়ত তাঁর আত্মবিশ্বাস বেড়ে যায়। এই মুহূর্তে সাকিব অসাধারণ পারফর্ম করছে দলের জন্য, ওকে সাহায্য করার জন্য যা দরকার সেটা কেউ হয়ত করতে পারছেনা, যেটা আমরা করতে পারিনি। সাহায্যের হাত বাড়লে হয়ত সুযোগ হবে, কিন্তু আমি কারো নাম আলাদা করে নিব না কারণ সবাই চেষ্টা করছে'
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো গ্রহণ করতে চাইছেন মাশরাফি। বিশেষ করে কেনিংটন ওভালের উইকেটে ২৪৪ রান যথেষ্ট কঠিন সেটিও উল্লেখ করেছেন তিনি। মাশরাফির ভাষ্যমতে,
'এই ম্যাচ থেকে হয়তো নেতিবাচক দিকটাই বেশী আসবে চোখে। হারার পর সাধারণত যেটা হয়ে থাকে অনেক কিছুই ইতিবাচক আছে, যদি সকলেই ইতিবাচক হিসেবে নেয়। কারণ নিউজিল্যান্ডের মত দলের বিপক্ষে এই উইকেটে ২৪৪ করা সহজ কাজ নয় এত।'