promotional_ad

রুবেলকে না নেয়ার কারণ ব্যাখ্যায় মাশরাফি

ছবি- আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রুবেল হোসেন থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফলাফল ভিন্ন হতে পারতো বলে মনে করছেন অনেক ক্রিকেট প্রেমী। তবে অধিনায়ক মাশরাফি বিষয়টিকে এমনভাবে দেখতে নারাজ। তাঁর মতামত দলের যখন প্রয়োজন পড়বে তখন ঠিকই রুবেলকে অন্তর্ভুক্ত করা হবে। 


নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি ওয়ানডেতে ২২টি উইকেট শিকার করেছেন ডানহাতি পেসার রুবেল। প্রিয় প্রতিপক্ষ হিসেবে তাই কিউইদেরকে গণ্য করতেই পারেন তিনি। কিন্তু এরপরেও টিম কম্বিনেশনের কারণে একাদশের বাইরে থাকতে হয়েছে রুবেলকে।



promotional_ad

দলের প্রয়োজনেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন,'কাউকে মিস করা ব্যাপার না, সে এখনও  দলে আছে এবং আশা করি ইনশাল্লাহ সবাই সবার সেরাটাই দিচ্ছে, কারও হচ্ছে কারও হচ্ছে না। সঠিক সময়ে যেটা প্রয়োজন সেটা হলেই হবে।'  


এই ম্যাচে মোহাম্মদ সাইফুদ্দিনের করা ৪৫তম ওভারের তৃতীয় বলটি সরাসরি প্যাডে আঘাত হেনেছিল কিউই বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনারের। পরবর্তীতে জোরালো আবেদন করেন সাইফুদ্দিন সহ দলের বাকি সদস্যরা। কিন্তু আম্পায়ার পল রাইফেল তাতে সাড়া দেননি। 


কোনো রিভিউ হাতে না থাকায় আর তৃতীয় আম্পায়ারের কাছে আবেদন করার সুযোগ পাননি মাশরাফিরা। স্যান্টনার নিজেও অবশ্য ধারণা করেছিলেন তিনি আউট হয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত জীবন পাওয়ায় ১৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই কিউই। সেই এলবিডব্লিউটি হলে ম্যাচে ফিরতে পারতো বাংলাদেশ।



মাশরাফি তাই আক্ষেপ করে বলছিলেন, 'লেগ বিফোরটা আরেকটু ক্লোজ হলে আমরা ম্যাচে চলে আসতে পারতাম। যে কোন কিছু হতে পারত, স্যান্টনার সে সময় আউট হলে আমরা আরও ভালো অবস্থানে থাকতাম ম্যাচে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball