promotional_ad

বোলিংয়ের জন্য ফিট নন মাহমুদুল্লাহ

ছবি- আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বোলিং করার জন্য এখনও পুরোপুরি ফিট না হওয়ায় মাহমুদুল্লাহ রিয়াদের হাতে বল দেননি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বাকি স্পিনারদের পাশাপাশি কার্যকরী ভূমিকা রাখতে পারতেন রিয়াদও। 


তবে গত নিউজিল্যান্ড সফরে কাঁধে চোট পাওয়া রিয়াদকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি মাশরাফি। তবে মাহমুদুল্লাহর অভিজ্ঞতা যে এখানে বড় একটি ভূমিকা পালন করতো সেটি মানছেন তিনি।সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে মাশরাফি বলেছেন,   



promotional_ad

'রিয়াদ তো লম্বা সময় ধরে খেলছে ওর অভিজ্ঞতাটা আরও ভালো কাজে আসতো। তবে রিয়াদ এখনও বোলিং করার জন্য ফিট না।'


নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে ছড়ি ঘুরিয়েছিলেন স্পিনাররাই। কিউইদের ৮ উইকেটের মধ্যে ৬টিই তুলে নিয়েছিলেন স্পিনাররা। কেনিংটন ওভালের মতো এবার কার্ডিফেও স্পিনারদের সুবিধা দেখছেন টাইগার কাপ্তান। আগামী ৮ই জুন কার্ডিফে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে মাশরাফি বলেছেন,  


'আমার কাছে মনে হয় ওভালের উইকেট যেমন আছে স্পিনের জন্য কিছুটা সহায়ক হয়েছে আমার কাছে মনে হয়েছে। কার্ডিফেও স্পিনাররা সুবিধা পায়, প্রথম যে কয়েকটা ম্যাচ আছে সেখানে স্পিনারদের সাহায্য পাওয়ার সুযোগ রয়েছে। 



এর পরের ম্যাচগুলো আমি নিশ্চিত না, অন্যান্য উইকেটে খেলা সেখানে আমি খেলিনি। তবে এই দুইটা ম্যাচে স্পিনারদের বল গ্রিপ করছিল কিছুটা, বাংলাদেশের উইকেটের মত নয়, এখানের উইকেট আরকি।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball