মুশফিকের বিরুদ্ধাচরণ করা ঠিক হবে নাঃ মাশরাফি

ছবি: ছবি- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে রান আউট করার সুযোগ মিস করায় সমর্থকরা যখন মুশফিকুর রহিমের মুন্ডুপাত করছেন তখন তিনি পাশে পাচ্ছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। মুশফিককে কোনো প্রকার দোষ না দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছিল নিউজিল্যান্ড ইনিংসের ১২তম ওভারে। সাকিব আল হাসানের করা ওভারের দ্বিতীয় বল থেকে রান নেয়ার জন্য দৌড় শুরু করেছিলেন ক্রিজে অপরাজিত থাকা রস টেইলর এবং কেন উইলিয়ামসন। সেসময় মিড অন থেকে বল থ্রো করেন তামিম ইকবাল।
সরাসরি বলটি স্ট্যাম্পে আঘাত করার কথা থাকলেও উইকেটরক্ষক মুশফিক সেটি সামনে থেকে লুফে নিয়ে উইকেট ভেঙ্গে দেন। কিন্তু এরপর টিভি রিপ্লেতে দেখা যায় বল দিয়ে নয়, বরং মুশফিকের কনুইয়ে আঘাত লেগে স্ট্যাম্প পড়ে গিয়েছিল উইলিয়ামসনের।
ফলে নিশ্চিত রান আউট থেকে রক্ষা পান তিনি। সেসময় ৯ রান নিয়ে ক্রিজে ছিলেন কিউই অধিনায়ক। সেই উইলিয়ামসন পরবর্তীতে আউট হয়েছেন ৪০ রান করে আর বাংলাদেশ হেরেছে ২ উইকেটে। এই ভুলের পরও মুশফিকের সমর্থনে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন,
'আমি মনে করি না যে মুশিকে দোষ দেয়া ঠিক হবে, এটি যেকোনো কারো সাথেই হতে পারে। সে নিজেও অনেক চেষ্টা করেছিল আউটটি করতে। থ্রোটি সোজা এসেছিল, তবে উইকেটরক্ষক হিসেবে সেটি অনেক কঠিন ছিল বোঝা যে সোজা এসেছিল কিনা। সে বলটি ধরতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে কনুইয়ে লেগে বেল পড়ে যায়। এই ধরণের ভুল সর্বদা মাঠে হয়ে থাকে। সুতরাং আমি মনে করি না এর জন্য তাঁকে বিরুদ্ধাচরণ করা ঠিক হবে।'