সাকিবের রাতে টেইলরের উদযাপন

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে খেলতে নামা সাকিব আল হাসানের জন্য দিনটি স্মরণীয় হতে দিলেন না তিন ফরম্যাট মিলিয়ে নিজের ৪০০তম ম্যাচ খেলতে নামা নিউজিল্যান্ডের রস টেইলর। দল হিসেবে দুর্দান্ত খেলেও নিউজিল্যান্ডের কাছে ২ উইকেটে হারতে হয়েছে মাশরাফি বাহিনীকে।
বাংলাদেশের পরাজয়ের দিন ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে খেলতে নেমেছিলেন সাকিব। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দলের হয়ে পারফর্ম করেছেন। ব্যাট হাতে ফিফটি হাঁকানোর পাশাপাশি বল হাতে নিয়েছেন ২ উইকেট।

তবে তাঁর এই অলরাউন্ড নৈপুণ্যকে ছাপিয়ে ব্যাট হাতে ৮২ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রেখেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেইলর। সেই সঙ্গে ম্যাচ সেরার পুরস্কারটাও নিজের করে নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। তাঁর আগে মাশরাফি এবং মুশফিক এই তালিকায় নাম লেখিয়েছিলেন। দেশের হয়ে ২০০ ওয়ানডেতে মোট ৫৮৫৭ রান করেছেন সাকিব যেখানে তাঁর উইকেট ২৫২টি।
নিউজিল্যান্ডের হয়ে ৯২ টেস্টে ৬২২৭ রান, ওয়ানডেতে ২২০ ম্যাচে ৮২৮৪ রান এবং টি-টুয়েন্টিতে ৮৮ ম্যাচে ১৫৭৯ রান করেছেন টেইলর। কিউইদের পক্ষে এই নিয়ে চতুর্থ বিশ্বকাপ খেলছেন এই ব্যাটসম্যান।