বাংলাদেশি স্পিনে ভীত নিউজিল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ২৪৪ রানে অল আউট হয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার মনে করেন এই সংগ্রহও কঠিন করে তুলতে পারেন বাংলাদেশের স্পিনাররা।
ম্যাচের ইনিংস বিরতিতে এক সাক্ষাৎকারে একথা বলেছেন স্যান্টনার। তবে, বাংলাদেশের এই সংগ্রহকে কঠিন মনে করছেন না তিনি। স্পিনের সাথে এই উইকেটে কাটারও ভালো কাজ করবে বলে মনে করেন তিনি।

'এটা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম সংগ্রহ হয়েছে, কিন্তু এই ধরণের উইকেটে কাটার কাজ করবে এবং তাদের অনেক ভালো কিছু স্পিনার আছে।'
নিউজিল্যান্ডের এই লক্ষ্য তাড়া করার সামর্থ্য আছে বলেই মনে করেন তিনি। বল হাতে নিজের দায়িত্বের কথাও খোলাসা করেছেন এই স্পিনার। মিডেল ওভার গুলোতে যখন স্পিন কাজ করে না, তখন যত সম্ভব ডট বল দিয়ে রানের চাকা আটকে রাখার দায়িত্ব থাকে তাঁর।
সেই দায়িত্ব এই ম্যাচে অনেকটাই সফল হয়েছে বলে মনে করেন স্যান্টনার। টাইগারদের বিপক্ষে ১০ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি।
'তাদের বোলারদের দেখে খেলতে হবে। কিন্তু আমাদের এটা চেজ করার সামর্থ্য আছে। মাঝের ওভারগুলোতে যখন বল স্পিন করেনা আমার রোল থাকে বল ডট দেয়া। তাদের উপর কিছুটা চাপ তৈরি করা এবং আমরা এর কিছুটা করতে পেরেছি। এটা অনেকটাই ভালো।'