আফগান স্পিনে বিধ্বস্ত শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগান স্পিনারদের দাপটে মাত্র ২০১ রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছে ৪১ ওভারে। ফলে আফগানিস্তানের সামনে ১৮৭ রানের সহজ লক্ষ্য দাঁড়িয়েছে।
শ্রীলঙ্কার ইনিংসের ৩৩ ওভারের সময় বৃষ্টি নামলে প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল খেলা। এরপর অবশ্য দ্রুত উইকেট হারিয়েছে তাঁরা। ৩৬ ওভার ৫ বলে ২০১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল শ্রীলঙ্কা।
শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন কুশাল পেরেরা। তাকে দারুণ সঙ্গে দিচ্ছিলেন দিমুথ করুনারত্নে। অধিনায়ককে ফিরিয়ে ৯২ রানের জুটি ভাঙেন আফগান স্পিনার মোহাম্মদ নবি।

লাহিরু থিরিমান্নেকে বোল্ড করে ৫২ রানের দ্বিতীয় উইকেট জুটিও ভাঙেন এই অফ স্পিনার। থিরিমান্নে ফেরার পর কুশাল মেন্ডিস ও অ্যাঞ্জলো ম্যাথিউসকেও থামান নবি।
মেন্ডিস ২ রান করে আউট হওয়ার পর টানা দ্বিতীয় ম্যাচে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন ম্যাথিউস। এরপর ০ রানেই ধনঞ্জয়া ডি সিলভাকে আউট করেন হামিদ হাসান।
ফলে ১৪৯ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। থিসারা পেরেরা ২ রান করে রান আউট হয়ে ফিরলে আরও বড় চাপে পড়ে লঙ্কানরা। ইসুরু উদানা দৌলত জাদরানের ওপর চড়াও হতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়েছেন।
এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা কুশল পেরেরা রশিদ খানকে সুইপ করতে গিয়ে উইকেটের পেছনে মোহাম্মদ শেহজাদকে ক্যাচ দিয়েছেন। ৮১ বলের ইনিংসে ৭৮ রান করার পথে ৮টি চার মেরেছেন তিনি।
শেষ দিকে মালিঙ্গা ৪ ও নুয়ান প্রদীপ ০ রান করে ফিরলে শ্রীলঙ্কার ইনিংস থামে ২০১ রানে। আফগানিস্তানের হয়ে নবি ৩০ রানে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন দৌলত জাদরান ও রশিদ খান। ১টি উইকেট গেছে হামিদ হাসানের ঝুলিতে।