এটা নিউজিল্যান্ড নয়ঃ সৌম্য

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


কদিন আগে নিউজিল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছিল বাংলাদেশ। এবার ইংল্যান্ডের মাটিতে নিরপেক্ষ ভেন্যুতে দুই দল মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের ম্যাচে। ফলে শক্তিতে দুই দলকেই সমানে সমান মনে করেন টাইগার ওপেনার সৌম্য সরকার।


আবহাওয়া কিছুটা নিউজিল্যান্ডের মতো হলেও কোনো দলই ঘরের মাঠের সুবিধা পাবে না বলে মনে করেন সৌম্য। ফলে, কিউইদের মুখোমুখি হওয়ার আগে নিজেদের কোনো ভাবেই পিছিয়ে রাখছে না বাংলাদেশ দল।


promotional_ad

'তফাতটা দুই দলের জন্যই ভিন্ন থাকবে। আবহাওয়াটা তাদের (নিউজিল্যান্ড) সাথে কিছুটা সামঞ্জস্য থাকতে পারে। তবে কেউ বলতে পারবে না এটা আমাদের ঘরের মাঠ। দিন শেষে এটা একটি বড় টুর্নামেন্ট। বড় টুর্নামেন্টে একটা চাপ থাকেই।'


চলতি বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে গিয়ে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ দল। অবশ্য এর আগে দুইবার বাংলাদেশ সফরে এসে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছিল কিউইরা।


নিজ দেশের মাটিতে দুই দলই শক্তিশালী। ফলে, এবার দুই দলই নিরপেক্ষ ভেন্যুতে খেলবে টাইগাররা। অবশ্য এর আগেও ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ দল।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেবার নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছিল মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সেই ম্যাচের সুখ স্মৃতিই আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগারদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball