ক্রাইস্টচার্চ ট্রমা থেকে বের হতে পারেনি আইসিসি-বিসিবি!

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আগের দিন থেকেই ইংল্যান্ডে অবস্থান করা বাংলাদেশি সাংবাদিকদের কৌতূহলের কেন্দ্রে ছিল টাইগার ক্রিকেটারদের ঈদের জামাত। অনেক জল্পনা কল্পনার পর লন্ডনের সেন্ট্রাল মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর থেকেই ক্রিকেটারদের নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাদের বাড়তি সতর্কতার কারণে আমজনতার সাথে ঈদের নামাজ পড়া হয়নি ক্রিকেটারদের।

এমনকি বাংলাদেশ দলকে টিম বাস ব্যবহারেরও অনুমতি দেয়া হয়নি আইসিসির পক্ষ থেকে। ফলে প্রাইভেট কার ও মাইক্রোবাসে করে মঙ্গলবার লন্ডন সময় বেলা ১১টায় সেন্ট্রাল মসজিতে নামাজ আদায় করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
মূলত নিরাপত্তা ঝুঁকি এড়াতেই আমজনতার সাথে ঈদের নামাজ পড়ার অনুমতি পায়নি বাংলাদেশ দল। তাছাড়া, আইসিসি কোন দলকে নিয়ে ঝুঁকি নিতে চায়না। ফলে বোঝাই যাচ্ছে তাঁরা ক্রাইস্টচার্চের ঘটনার ট্রমা থেকে এখনও তাঁরা বেরিয়ে আসতে পারেনি।
ফলে, নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছে আইসিসি। এই প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, 'লন্ডনে অনেক বাঙালি থাকার কারণে আইসিসি নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছে।'
বাংলাদেশ দলের ক্রিকেটাররা বিচ্ছিন্ন ভাবে, বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।