বৃষ্টিতে বন্ধ শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টি বাঁধায় আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি বন্ধ রয়েছে। শ্রীলঙ্কার ইনিংসের ৩৩ ওভারের পর বৃষ্টির আগমন ঘটে কার্ডিফে। ফলে আম্পায়াররা খেলা বন্ধ করতে বাধ্য হন।
এই ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও কুশাল পেরেরা মিলে ৯২ রান তোলেন ওপেনিং জুটিতে।

৩০ রান করে করুনারত্নে ফিরলে এই জুটি ভাঙে। ওয়ান ডাউনে নামা লাহিরু থিরামান্নে ফিরেছেন ২৫ রান করে। এরপরই শুরু হয় লঙ্কান ব্যাটসম্যানদের আসা যাওয়া।
তাঁরা ৩৬ রানের মধ্যে আরও ৬ ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। বৃষ্টি বাঁধায় খেলা বন্ধ হওয়ার আগে লাকমল ২ ও মালিঙ্গা কোনো রান না করেই অপরাজিত আছেন।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল ও লাসিথ মালিঙ্গা।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহীদি, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, দৌলত জাদরান, মুজিব-উর-রহমান ও হামিদ হাসান।