বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্টেইন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন প্রোটিয়া পেস তারকা ডেল স্টেইন। মূলত কাঁধের ইনজুরির কারণেই এই বিশ্ব আসরে মাঠে নামা হচ্ছে না এই তারকা পেসারের।
তাঁর বদলি হিসেবে ইতিমধ্যে বাঁহাতি পেসার বিউরেন হেন্ডরিক্সের নাম ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। বুধবার ভারতের বিপক্ষে ম্যাচের আগেই তাঁর দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।

এর আগে, এই ইনজুরির কারনে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে একাদশের বাইরে ছিলেন স্টেইন। এরপর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেননি তিনি।
ডান কাঁধের চোটের কারণে সবশেষ আইপিএলের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেই সরে দাঁড়ান স্টেইন। এই কাঁধের চোটেই ২০১৬ সালের নভেম্বর থেকে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি।
দীর্ঘ দিন পর মাঠে ফিরেও প্রোটিয়াদের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হলো না স্টেইনের। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা দলের অনুশীলনেও ছিলেন না তিনি।