অস্ট্রেলিয়াকে নিয়ে ভাবছে না উইন্ডিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে উইন্ডিজ। এই ম্যাচের আগে দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়া দলকে নিয়ে ভাবছে না উইন্ডিজ।
উইন্ডিজ দলের প্রধান কোচ ফ্লয়েড রেইফার সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন তাঁরা অস্ট্রেলিয়াকে নিয়ে চিন্তিত নয়। নিজেদের স্বাভাবিক খেলার দিকেই নজর দিচ্ছেন তাঁরা। নিজেদের ক্রিকেটটা উপভোগ করাই লক্ষ্য দলটির।

'আমরা তাদের নিয়ে চিন্তিত নই। আমরা নিজেদের খেলার দিকে নজর দিচ্ছি। আমরা এই সময় একটি খেলা নিয়ে চিন্তা করছি। আমি বলতে চাই, আমরা কোনো চাপে নেই। আমরা আমাদের ক্রিকেটটা উপভোগ করছি। আমরা ব্র্যান্ডের ক্রিকেট খেলার দিকে মনোনিবেশ করছি। আমরা যেমনটা চাই।'
নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে উইন্ডিজ। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে সমান ব্যবধানেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
বিশ্ব আসরে মূলত নিজেদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে চায় উইন্ডিজ। উইন্ডিজ কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ১৪ জুলাই বিশ্বকাপের ফাইনালে খেলার লক্ষ্যেই তাঁরা নিজেদের পরিকল্পনা সাজাচ্ছেন।
'আমরা ওয়েস্ট ইন্ডিজের হারানো গৌরব পুনরুদ্ধারে মনোযোগ দিচ্ছি। তাই আমাদের কাছে কারণ রয়েছে। আমাদের এখানে আসার উদ্দেশ্য রয়েছে এবং এই সময় আমরা একটি খেলা নিয়ে চিন্তা করছি। সব শেষে আমরা ১৪ই জুলাই (ফাইনালে) খেলতে চাই।'