promotional_ad

'বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হতে চান সাকিব'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন এবারের বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হতে চান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বিশ্বাস করেন গত ছয় মাসে সাকিব নিজেকে সেভাবেই প্রস্তুত করেছেন।


বিশ্বকাপে নিজদের প্রথম ম্যাচেই অলরাউন্ড পারফর্মেন্স দেখিয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৭৫ রানের ইনিংসের পর বল হাতে নিয়েছে??? ১টি উইকেট। তাছাড়া, দুর্দান্ত এক ক্যাচে নজর কেড়েছেন সবার। সব মিলিয়ে আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস সাকিব।



promotional_ad

‘বলা তো যায় না আগে থেকে, তবে আমার মনে হয় সাকিব ম্যান অব দা টুর্নামেন্ট হতে চায় এই বিশ্বকাপে। আমিও সেটা বিশ্বাস করি। গত ৬ মাস ধরে নিজেকে সে সেভাবেই প্রস্তুত করেছে, ফিটনেসেড় দিক থেকে, দৃষ্টিভঙ্গির দিক থেকে, সবকিছু মিলিয়ে। আগে হয়তো অনুশীলনে একদিন ব্যাটিং করল, আরেকদিন বোলিং...এখন সে অনেক বেশি সিরিয়াস।’


আগের চেয়ে অনেকটাই বদলে গেছেন সাকিব। এখন দলের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ততা রয়েছে তাঁর। তাছাড়া, নিজের ফিটনেস নিয়ে বাড়তি কাজ করেছেন এই অলরাউন্ডার। সব মিলিয়ে সাকিবের বদলে যাওয়ায় মুগ্ধ সুজন।


‘সাকিব অনেক বড় ক্রিকেটার, সন্দেহ নেই। তবে গত কয়েক মাসের সিরিয়াসনেস আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। ফিটনেস নিয়ে কাজ করাই শুধু নয়, দলে তার সম্পৃক্ততা আর ও যেভাবে কষ্ট করছে, সবমিলিয়ে।’



সাকিবের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি টিম স্পিরিটকে খুব বেশি গুরুত্ব দেন না। তবে, এবারের বিশ্বকাপে ভিন্ন মানুষ হিসেবে আবির্ভাব হয়েছে তাঁর।সেটা উদাহরণ দিয়েই বোঝালেন সুজন।


‘পরশু দিনের একটা ঘটনা বলি। সাকিব বসে ছিল, কয়েকজন (জুনিয়র ক্রিকেটার) প্র্যাকটিস করছিল। পানি লাগবে, সাকিব দৌড়ে পানি নিয়ে গেল। এটাই বোঝাতে চাচ্ছি যে, দলের একজন সিনিয়র ক্রিকেটার যখন এরকম করে, সবার জন্যই তা ভালো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball