সাকিব বলেই সতর্ক নিউজিল্যান্ডঃ টেইলর

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে সতর্ক অবস্থানে আছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে মাঠে নামার আগে এমনটাই ইঙ্গিত দিয়েছেন কিউইদের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। সাকিব থাকায় মাশরাফি বাহিনীকে বেশ সমঝে চলতে চাইছেন এই কিউই ক্রিকেটার।

নিউজিল্যান্ডকে বরাবরই সাকিব আল হাসানের প্রিয় প্রতিপক্ষ হিসেবে গণ্য করা যায়। ওয়ানডে এবং টেস্টে উভয় ফরম্যাটেই কিউইদের বিপক্ষে উজ্জ্বল পারফর্মেন্সের নজির রয়েছে তাঁর। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাকিব। মাহমুদুল্লাহর সাথে গড়েছিলেন ২২৪ রানের জুটি।
শুধু তাই নয়, বিশ্বকাপের গত আসরে বল হাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৫ রানে ৪ উইকেট শিকার করেছিলেন সাকিব। এই কিউইদের বিপক্ষেই টেস্টে সর্বোচ্চ ২১৭ রানের ব্যক্তিগত ইনিংস রয়েছে টাইগার অলরাউন্ডারের। এমনকি ৩৬ রানে ৬ উইকেটও নিয়েছিলেন তিনি কিউইদের বিপক্ষেই। সবমিলিয়ে সাকিবকে বাংলাদেশের অন্যতম শক্তিমত্তার উৎস দাবি করেছেন টেইলর।
এর আগে গত নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সাথে ছিলেন না সাকিব। বিপিএলে আঙ্গুলের ইনজুরিতে পড়ার পর পুরো সফর থেকেই ছিটকে গিয়েছিলেন তিনি। এবার বিশ্বসের অলরাউন্ডার আবারও ফিরেছেন বাংলাদেশ শিবিরে। সুতরাং তাঁকে নিয়ে সতর্ক অবস্থানে থাকতে চাইছেন কিউই টপ অর্ডার ব্যাটসম্যান টেইলর। তাঁর ভাষায়, 'আমরা জানি তারা (বাংলাদেশ) কিভাবে খেলে এবং সাকিব তাদের দলের শক্তিমত্তা অনেক বৃদ্ধি করেছে।'
উল্লেখ্য বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০ তম ওয়ানডে খেলতে নামবেন সাকিব। মাইলফলক স্পর্শ করার এই ম্যাচ পারফর্মেন্স দিয়ে স্মরণীয় করে রাখতে চাইবেন নিঃসন্দেহে। এর আগে প্রথম ম্যাচে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছিলেন তিনি। ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলার পর বোলিংয়ে এসে এইডেন মার্করামের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিয়েছিলেন।