promotional_ad

আয়ারল্যান্ড সফর কাজে দিয়েছেঃ সুজন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফর করায় যথেষ্ট উপকৃত হয়েছে বাংলাদেশ, বিশ্বাস দলের ম্যানেজার এবং সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। ত্রিদেশীয় সেই ওয়ানডে সিরিজটি নিয়ে নিজেদের যথার্থভাবে ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়েছেন ক্রিকেটারা। 


আর তারই প্রতিফলন দেখা গিয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সুজন তাই বিশ্বকাপ প্রস্তুতির আদর্শ উপলক্ষ হিসেবে আয়ারল্যান্ড সফরকেই এগিয়ে রেখেছেন। একই সাথে ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচ এবং অনুশীলন ক্যাম্প করার ফলে আরও ???্ষুরধার হয়েছে বাংলাদেশের প্রস্তুতি,   



promotional_ad

'আয়ারল্যান্ড সফরটি আমাদের কাজে দিয়েছে। এছাড়া আমরা এখানে প্রস্তুতি ম্যাচ খেলেছি, অনুশীলন করেছি। তো ছেলেরা এখানের উইকেট সম্পর্কে জেনে গেছে। আমরা কিভাবে ঝুঁকি না নিয়ে খেলতে পারি। আমরা কিভাবে রানরেট বা মোমেন্টাম ঠিক রাখব সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার,' বলেছেন সুজন। 


তবে মোমেন্টাম ধরে রাখার কাজটি যে সহজ নয় সেটি মানছেন সুজন নিজেও। এক্ষেত্রে তাঁর আস্থার প্রতীক হিসেবে আছেন তামিম, সাকিব, মুশফিক, রিয়াদদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাশাপাশি সৌম্য, লিটন, মোসাদ্দেক, মিঠুনদেরও এগিয়ে রাখছেন তিনি। সুজনের ভাষ্যমতে, 


'এটা (মোমেন্টাম ধরে রাখা) সহজ কাজ না, কিন্তু আমি মনে করি আমাদের অভিজ্ঞতা কথা বলছে এখানে। তামিম, সাকিব, মুশি, রিয়াদ- আমাদের চারজনই খুব অভিজ্ঞ ব্যাটসম্যান আছে। ওদের অবদান সবসময়ই আছে। তবে আমি খুব খুশি যে আমাদের তরুণ ক্রিকেটাররা বেশ ভালো খেলছে। বিশেষ করে সৌম্য বা লিটন.. সে দুটো ম্যাচ খেলেছে, দুর্ভাগ্যক্রমে খেলতে পারছে না দলের কারণে। মোসাদ্দেকও বেশ ভালো শেষ করছে, মিঠুনও করছে। তো সবারই অবদান আছে। আমি বলব যে ম্যাচ জয়ের একটা ক্ষুধা আছে সবার মধ্যে।' 



উল্লেখ্য ৫ই নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। দক্ষিণ আফ্রিকাকে গত ম্যাচে ২১ রানে হারিয়ে বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে অবস্থান করছে মাশরাফিরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball