অভিজ্ঞ-তারুণ্যের সেতুবন্ধনই চাবিকাঠি
ছবি: ছবিঃ আইসিসি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এবার চার বারের মতো বিশ্বকাপ খেলছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। আবার এবারই প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছেন এমন ক্রিকেটারও আছেন বেশ কয়েকজন। জুনিয়রদের সঙ্গে সিনিয়রদের অভিজ্ঞতাই এনে দিচ্ছে ফলাফল, দাবী দুই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের।
সাকিব, তামিম, মাশরাফি এবং মুশফিকের এটা চার নম্বর বিশ্বকাপ। মাহমুদুল্লাহও খেলছেন তিন নম্বর আসর। অপরদিকে লিটন, সাইফুদ্দিন, মিরাজ, মিঠুন, রাহিদের এটাই প্রথম বিশ্বকাপ।

সিনিয়রদের অভিজ্ঞতা যেমন জুনিয়রদের চাপমুক্ত করছে, ঠিক একইভাবে তাঁদের (জুনিয়রদের) পারফর্ম করতেও সুবিধা করে দিচ্ছে বলে জানান সাকিব। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে জানান,
'আমরা যারা চার নম্বর বিশ্বকাপ খেলছি, তাঁদের অভিজ্ঞতা কাজে লাগছে। আমরা আমাদের অভিজ্ঞতার কথা তরুণদের জানাতে পারছি, এটা তাঁদেরও কাজে দিচ্ছে। তাঁদের উপরে চাপও কিছুটা কমে যাচ্ছে যার কারণে খেলাটাকে তাঁরা উপভোগ করছে।'
তাঁর সঙ্গেই যেন সুর মেলালেন মিরাজ। দ্রুত সময়ে জাতীয় দলের অপরিহার্য সদস্য হয়ে ওঠা এই স্পিন অলরাউন্ডার জানান,
'আমাদের চারজন সিনিয়র ক্রিকেটার আছেন যাদের অনেক অভিজ্ঞতা আছে। যারা চার নম্বর বিশ্বকাপে খেলছেন। তাঁরা আমাদের আত্মবিশ্বাস যুগিয়েছেন। আমাদের জুনিয়র ক্রিকেটাররাও ভালো পারফর্ম করা শুরু করল।
'আমাদের সিনিয়র জুনিয়রদের মধ্যে সম্পর্ক দারুণ। এটা আমাদের দেশের জন্য ভালো লক্ষণ। আমরা যখন জিতি তখন এক বা দুইজনের ভালো পারফর্মেন্সে না, বরঞ্চ পুরো ১১ জনের পারফর্মেন্সে জিতি। এটা আমাদের জন্য ভালো।'