promotional_ad

ওপেনারদের দিকে তাকিয়ে সাকিব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস গোড়াপত্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার। কিউইদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও এমন সূচনা চান দলের সহ অধিনায়ক সাকিব আল হাসান।


প্রোটিয়াদের বিপক্ষে দলীয় ৬০ রানে তামিম ফিরে যাওয়ার পর মাঠে আসেন সাকিব। এরপর দলীয় ৭৫ রানে সৌম্য সরকার ফিরে গেলে উইকেটে আসেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 



promotional_ad

মুশফিকের সঙ্গে সাকিব গড়েন ১৪২ রানের জুটি। মূলত এই জুটিতে ভর করেই এগিয়ে গিয়েছে বাংলাদেশ। শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেনের ক্যামিওতে স্কোর বোর্ডে ৩৩০ রান তুলতে পেরেছে বাংলাদেশ। সাকিব জানান,


'দল যেভাবে শুরু করেছিল সেটা ড্রেসিং রুমে আমাদের স্বস্তি দিয়েছিল। তাঁরা ৮-৯ ওভারে ৫৫-৬০ রান করেছিল। এটা দলের অন্য ব্যাটসম্যানকেও আত্মবিশ্বাস এনে দিয়েছিল। আমরা যেভাবে শুরু করেছি সেটা মানসিকভাবে স্বস্তি দিবে। এভাবে খেললে আমরা অনেকদূর যাব।'


নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে দশ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশ জয় পেলেও আত্মবিশ্বাসের দিক থেকে দুই দলই সমান অবস্থায় থাকবে, মন্তব্য সাকিবের। নিউজিল্যান্ডকে ফেভারিট মেনে নিয়ে সাকিব আরও জানান, 



'নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ফেভারিট নই। তাঁরা কঠিন প্রতিপক্ষ। আইসিসির আসরে তাঁরা ভালো খেলে। তাঁদের সঙ্গে নিজেদের সেরাটা খেলতে হবে। আমাদের আত্মবিশ্বাস আছে, কিন্তু ওরাও দশ উইকেটে জিতেছে। 


'আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে জিতব, আশা করি। আমরা জানি, বাংলাদেশ বড় দল। অন্য দলগুলো এই কথাকে গুরুত্বের সাথে নেয় না। ওই দিক থেকে বলব আমাদের প্রমাণ করার কিছু বিষয় আছে।' 
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball