টাইগারদের ভারত সফরের সূচি প্রকাশ

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের মাঠে একবার খেলার সুযোগ হয়েছে বাংলাদেশের। এবার চলতি বছরের শেষে আবারো ভারতের মাটিতে খেলবে টাইগাররা। আইসিসির ফিউচার ট্যুর পোগ্রাম অনুযায়ী নভেম্বরে ভারত সফরে রওনা দেওয়ার কথা টাইগারদের।
এবার সেই সিরিজের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রথমবারের মতো পূর্ণাঙ্গ এই সফরে তিনটি টি-টুয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে সাকিব-মুশফিকরা।

৩ নভেম্বর দিল্লীতে টি-টুয়েন্টি দিয়ে শুরু সিরিজের প্রথম ম্যাচ। এরপর রাজকোট এবং নাগপুরে অনুষ্ঠিত হবে পরের দুইটি টি-টুয়েন্টি ম্যাচ।
১৪ নভ??ম্বর থেকে ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচটি। এরপর ২২ নভেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
ভারত বনাম বাংলাদেশের পূর্ণাঙ্গ সূচিঃ-
তারিখ- ম্যাচ- ভেন্যু
৩ নভেম্বর, ১ম টি-টুয়েন্টি , দিল্লী
৭ নভেম্বর, ২য় টি-টুয়েন্টি, রাজকোট
১০ নভেম্বর, ৩য় টি-টুয়েন্টি, নাগপুর
১৪-১৮ নভেম্বর, ১ম টেস্ট, রাজকোট
২২-১৬ নভেম্বর, ২য় টেস্ট, কলকাতা