দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ডোপ টেস্টে বুমরাহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ডোপ টেস্ট হয়েছে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহর।
সোমবার হ্যাম্পশায়ার বোলে অনুশীলনের সময় বুমরাহকে আইসিসির ডোপ কন্ট্রোল অফিসার কনডাক্টিং টেস্টের জন্য নিয়ে যান৷ তাঁরা বুমরাহর দুটি পরীক্ষা করেছেন।

আইসিসির যে কোনো টুর্নামেন্টে যেকোনো দলের ক্রিকেটারদের ডোপ টেস্ট করাতে পারে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা)৷ সেই ক্ষমতাবলেই তাঁরা বুমরাহর পরীক্ষা করেছেন।
সোমবার বুমরাহর ডোপ টেস্টের খবরটি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। তবে, আর কোনো ক্রিকেটারের ডোপ টেস্ট করা হয়েছে কিনা নিশ্চিত করেননি সেই কর্মকর্তা।
এদিকে, বুধবারের ম্যাচ দিয়ে ভারত বিশ্বকাপ শুরু করলেও দক্ষিণ আফ্রিকার এটি তৃতীয় ম্যাচ। এর আগে আরও দুটি ম্যাচ খেলে ফেলেছে ফাফ ডু প্লেসিসের দল।
প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তাঁরা হেরেছিল ১০৪ রানে আর দ্বিতীয় ম্যাচে তাঁরা বাংলাদেশের বিপক্ষে হেরেছে ২১ রানের ব্যবধানে। ফলে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাইবে তাঁরা।