আত্মতৃপ্ত সাকিব

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইতিহাসের পঞ্চম অলরাউন্ডার হিসেবে ওয়ানডেতে ২৫০ উইকেট এবং ৫০০০ রান করা ক্রিকেটারদের ক্লাবে প্রবেশ করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। একারণে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রবিবার খেলতে নেমে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বল হাতে তুলে নিয়েছেন আড়াইশ উইকেট। ২০তম ওভারে চতুর্থ বলে প্রোটিয়া ওপেনার এইডেন মার্করামকে বোল্ড করে এই মাইলফলকে পা রাখেন তিনি।

'ব্যক্তিগতভাবে এটা অবশ্যই আত্মতৃপ্তির একটি বিষয়। দলের জন্য পারফর্ম করতে করতে ব্যক্তিগত একটি মাইলস্টোন স্পর্শ করলাম। এটা আমার জন্য বিশেষ একটি দিন।
'বিশ্বকাপ অনেক চ্যালেঞ্জিং একটি আসর, আর এখানে আমরা এমন শুরু করতে পারলাম, এদিক দিয়ে চিন্তা করতে অনেক ভালো লাগছে।'; ম্যাচ শেষে সাংবাদিকদের জানিয়েছেন সাকিব।
উল্লেখ্য, ক্যারিয়ারে ৫০০০ রান আগেই পূরণ করলেও এই ম্যাচের আগে আড়াইশ উইকেট থেকে মাত্র এক পা দূরে ছিলেন সাকিব। দ্রুততম অলরাউন্ডার হিসেবে এই রেকর্ডের তালিকায় সাকিব ছাড়া আরও আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, আব্দুর রাজ্জাক, শ্রীলংকার সনাথ জয়সুরিয়া এবং দক্ষিণ আফ্রিকার জ্যাকস ক্যালিস।
এর আগে দুই পেস অলরাউন্ডার রাজ্জাক ও ক্যালিস নিজেদের ২৯৬তম ম্যাচে ৫ হাজার রান ও ২৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েন। আর দুই স্পিন অলরাউন্ডার জয়সুরিয়া ৩০৪ ম্যাচে এবং আফ্রিদি ২৭৩ ম্যাচে অসাধারণ এ ডাবলের কৃতিত্ব দেখান। তবে ৩২৩ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন জয়সুরিয়া। নিউজিল্যান্ডের সাবেক স্পিন তারকা ড্যানিয়েল ভেট্টোরি ৩০৫ উইকেট নিয়ে রয়েছেন দ্বিতীয়তে।
এদিকে রবিবার ব্যাট হাতে শুরুতে খেলতে নেমে আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। ৭৫ রানের অনবদ্য একটি ইনিংস উপহার দিয়েছেন তিনি। এরই সাথে দ্বিতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১১ হাজার রান পূরণ করেছেন এই অলরাউন্ডার।