promotional_ad

দক্ষিণ আফ্রিকার আর ভুলের সুযোগ নেইঃ ক্যালিস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপে নিজেদের অবস্থান নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা। এমন পরিস্থিতিতে প্রোটিয়াদের আর কোনো ভুলের সুযোগ নেই বলে মনে করেন দলটির সাবেক ক্রিকেটার জ্যাক ক্যালিস।


তাঁরা বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ১০৪ রানে হেরেছিল ইংল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২১ রানে হেরেছে তাঁরা। তারপরও ছয়টি কিংবা পাঁচটি ম্যাচে জিতেও সেমিফাইনালে খেলা সম্ভব দলটির।


'সেরা চারে থেকে শেষ করতে হলে আমি মনে করি, আপনার ছয়টা জয়ের দরকার হবে, খুব ভালো রান রেট থাকলে হয়তো পাঁচেও সম্ভব। তাই দক্ষিণ আফ্রিকার সামনে থাকা প্রায় সব ম্যাচেই জয়ের দরকার। ভুলের কোনো সুযোগ নেই।'



promotional_ad

বাংলাদেশের বিপক্ষে হারকে হতাশাজনক বলে মূল্যায়ণ করেছেন ক্যালিস। এর ফলে আগামী ম্যাচে ভারতের বিপক্ষে প্রোটিয়ারা অনেক চাপে থাকবে বলেও মনে করেন তিনি। এই অবস্থান থেকে দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়াবে বলেও বিশ্বাস তাঁর।


'এটা অনেক হতাশাজনক এবং পরবর্তী ম্যাচে অনেক চাপ পড়বে। নাহলে টুর্নামেন্ট এখানেই শেষ দক্ষিণ আফ্রিকার জন্য, শুরু হওয়ার আগে। সুসংবাদ হচ্ছে তিন দিনের মধ্যে আমাদের আরেকটি খেলা আছে। তাই দক্ষিণ আফ্রিকা এখানে থেমে থাকবে না। তাঁরা এগিয়ে যাবে।'


প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ যেভাবে খেলেছে তাঁর কৃতিত্ব টাইগারদেরই দিয়েছেন ক্যালিস। বিশেষ করে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।


'বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে। স্বল্প সময়ের মধ্যে তাঁরা যেভাবে দল হিসেবে এগিয়ে এসেছে এটা আশ্চর্যজনক এবং তাঁরা যেভাবে ব্যাটিং করেছে সেটা সত্যিই অসাধারণ।'



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball