তিন অর্ধশতকে পাকিস্তানের বড় পুঁজি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বিধ্বস্ত হয়েছিল পাকিস্তান। এবার ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে দলটি। আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩৪৮ রানের বড় পুঁজি গড়েছে পাকিস্তান।
মোহাম্মদ হাফিজ, বাবর আজম ও অধিনায়ক সরফরাজ আহমেদের অর্ধশতকে লড়াইয়ে বড় পুঁজি নিশ্চিত করে তাঁরা। নটিংহ্যামে টসে হেরে ব্যাটিং করতে নেমে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান।
তবে দুই ওপেনারের কেউ ভালো শুরুটা বড় করতে পারেননি। ফখর জামান ৩৬ রান করে ফিরলে পাকিস্তানের ওপেনিং জুটি থামে ৮২ রানে। ইমাম ফিরেছেন ৪৪ রান করে।

ওয়ান ডাউনে বাবর আজম ৬৩ রানের ইনিংস খেলেছেন। মোহাম্মদ হাফিজকে নিয়ে তিনি তৃতীয় উইকেটে যোগ করেছেন ৮৮ রান। বাবর ফিরে গেলে হাফিজ আরেকটি বড় জুটি গড়েন অধিনায়ক সরফরাজ আহমেদকে নিয়ে।
চতুর্থ উইকেটে তাদের জুটিতে এসেছে ৮০ রান। হাফিজ সেঞ্চুরির আশা জাগিয়ে ৮৪ রান করে আউট হয়েছেন। সরফরাজের ব্যাট থেকে এসেছে ৫৫ রানের ইনিংস।
এরপর দ্রুতই সাজঘরে ফিরেছেন কয়েকজন পাকিস্তানি ব্যাটসম্যান। আসিফ আলী ১৪, শোয়েব মালিক ৮ ও ওয়াহাব রিয়াজ ৪ রান করে ফিরেছেন।
তবে হাসান আলী ১০ ও শাদাব খান ১০ রান করে অপরাজিত থেকে পাকিস্তানের বড় পুঁজি নিশ্চিত করেছেন। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস ও মঈন আলী। তাছাড়া, ২টি উইকেট নিয়েছেন মার্ক উড।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫০ ওভারে ৩৪৮/৮
(ইমাম ৪৪, ফখর ৩৬, বাবর ৬৩, হাফিজ ৮৪, সরফরাজ ৫৫, আসিফ ১৪, মালিক ৮, ওয়াহাব ৪, হাসান ১০*, শাদাব ১০*; ওকস ৮-১-৭১-৩, আর্চার ১০-০-৭৯-০, মইন ১০-০-৫০-৩, উড ১০-০-৫৩-২, স্টোকস ৭-০-৪৩-০, রশিদ ৫-০-৪৩-০)