মুশফিকের সঙ্গে জুটির রহস্য জানালেন সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দলের অন্যতম দুই স্তম্ভ সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। তাদের ব্যাটেই অনেক ইতিহাস গড়েছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও এই দুজনে ১৪২ রানের জুটি গড়ে বাংলাদেশকে বড় ভিত গড়ে দিয়েছেন।
সেই ম্যাচে ২১ রানের জয় পেয়েছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে সাকিব আল হাসান নিজেই মুশফিকের সঙ্গে তাঁর জুটির রহস্য ভেদ করেছেন। তিনি জানিয়েছেন, তাঁরা দুজনে অনূর্ধ্ব-১৫ দল থেকেই একসঙ্গে খেলেন। তাই একে অপরকে বেশ ভালো বোঝেন তাঁরা।

'আমার এবং মুশফিকের ভালো কিছু জুটি আছে। এমনকি টেস্টেও বাংলাদেশের সর্বোচ্চ জুটিটি আমাদের দখলে। অনূর্ধ্ব-১৫ থেকে আমি তাঁর সঙ্গে খেলছি। আমরা একে অপরকে ভালো জানি এবং একে অপরের পরিপূরক।'
বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে এখন নিয়মতই ৩ নম্বরে ব্যাট করতে দেখা যায় সাকিবকে। তিনি জানিয়েছেন এই জায়গায় খেলা তিনি উপভোগ করছেন। দলের জন্য অবদান রেখে দারুণ আনন্দিত তিনি।
'আমি ১০-১২টি ইনিংসে ৩ নম্বরে খেলেছি কিন্তু আমি খেলা উপভোগ করছি। এটা ভালো যে আমি দলের প্রয়োজন অনুযায়ী ইনিংস খেলতে পারছি। আমি যেভাবে অবদান রাখছি তাতে আমি আনন্দিত।'
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দারুণ খুশি সাকিব। এই অলরাউন্ডার জানিয়েছেন বড় দলগুলোকে হারানোর ক্ষমতার কথা তাঁরা আগে থেকেই বিশ্বাস করতেন।
'আমরা এই বিশ্বকাপে ভালো করার লক্ষ্য নিয়েই এসেছি। আমরা এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত এবং আমরা এখন স্বস্তিতে রয়েছি। আমরা জানতাম বড় দলগুলোকে হারানোর ক্ষমতা আছে আমাদের।'