দক্ষিণ আফ্রিকা ভালো দলের বিপক্ষে হারেনিঃ মরকেল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকা তাদের চেয়ে ভালো দলের বিপক্ষে হারেনি বলে মনে করেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার এলবি মরকেল। তিনি জানিয়েছেন এই হারে একজন সমর্থক হিসেবে তিনি অনেক হতাশ।
দিনটিকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের কালো দিন হিসেবে উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী একটি অনুষ্ঠানে একথা বলেছেন এই সাবেক প্রোটিয়া তারকা।

'অবশ্যই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের জন্য একটি কালো দিন। একজন সমর্থক হিসেবে আমি খুবই হতাশ। তবে আমার হতাশার জায়গাটা অন্য জায়গায়। আমি মনে করি দক্ষিণ আফ্রিকা তাদের চেয়ে ভালো কোনো দলের কাছে হারেনি।'
মরকেলের এই কথার পেছনে শক্ত যুক্তিও আছে। বর্তমানে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে।
সেই হিসেবে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের চেয়ে অনেক ভালো দল। তবে, আত্মনিবেদনের দিক থেকে প্রোটিয়াদের থেকে বাংলাদেশকেই বেশি এগিয়ে রেখেছেন তিনি।
'বাংলাদেশের ক্রিকেটের প্রতি আত্মনিবেদনটা বেশি। ওরা এখানেই হেরে গেছে। এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অনেক কিছুই দেখানোর সুযোগ আছে। তাদের আজকের পারফর্মেন্স অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।'