'আমাদের হারানোর কিছু ছিল না'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোনও কিছু হারানোর নেই- এই চিন্তা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমেছিলো বাংলাদেশ ক্রিকেট দল। ফলে অনেকটা নির্ভার হয়েই বিশ্বকাপের ম্যাচে খেলতে পেরেছে তারা।
প্রোটিয়াদের পরাজিত করার পর সংবাদ সম্মেলনে দলপতি মাশরাফি জানিয়েছেন আগের দিন দলের সদস্যদের এই কথা বলে উৎসাহ দিয়েছিলেন তিনি। চাপের মুখে ভেঙ্গে না পড়ারও আহ্বান জানিয়েছিলেন মাশরাফি,

'মূলত আমরা এই খেলাটি নিয়ে গতদিন কথা বলেছিলাম। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটি হলো আমাদের হারানোর কিছু নেই। আমরা যদি এখানে খারাপও খেলতাম তাহলেও কোনও অজুহাত দেয়ার মানে ছিল না। চাপ এখানে থাকবেই এবং আমাদের সেটি মেনে নিয়েই খেলতে হবে। আমাদের সম্ভাব্য সেরা কাজটাই করতে হবে এবং আমাদের নিশ্চিত করতে হবে আমরা যেন শেষ বল পর্যন্ত হাল না ছাড়ি', ম্যাচ শেষে বলেন মাশরাফি।
অবশ্য দারুণ এই পারফর্মেন্সের পরও পা মাটিতেই রাখছেন মাশরাফি। প্রতিটি ম্যাচেই যে এরূপ পারফর্মেন্স উপহার দেয়া সম্ভব নয়, সেই বাস্তবতা মেনে নিচ্ছেন তিনি অকপটেই। তবে কোনও দলকেই ছোট করে দেখতে নারাজ তিনি। একই সাথে দলের প্রত্যেক সদস্যকে ফিট হিসেবে দেখতে চাইছেন টাইগার অধিনায়ক। তাঁর ভাষ্যমতে,
'এটি (পারফর্মেন্স) নির্ভর করে অন্যান্য দল আমাদের সম্পর্কে কি ভাবছে সেটার ওপর। আমরা প্রতিটি দলকেই বড় করে দেখছি এবং আমাদের সেরাটা দেয়ারই চেষ্টা করবো। আমরা নিশ্চিত করেছি যেন খেলোয়াড়েরা ইনজুরিতে না পড়ে।
যদি প্রত্যেকে ফিট থাকে তাহলে সেটি আমাদের জন্য ভালো। এটি প্রত্যেক ম্যাচে যে হবে না, সেটি নিশ্চিত। তবে প্রত্যেকে যদি তাঁদের সেরাটা দিতে পারে তাহলে আমাদের সামর্থ্য আছে আরো ভালো করার।'