পাকিস্তানের সামনে ইংল্যান্ড পরীক্ষা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজদের কাছে লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে পাকিস্তান। টানা ১১ ওয়ানডে হেরে আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগলেও দলটি দ্রুত ঘুরে দাঁড়াতে চায়। কিন্তু এখানে তাঁদের সামনে বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড।
বিশ্বকাপের আগে এই দলটির কাছে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে উইন্ডিজদের বিপক্ষে মাত্র ১০৫ রানে অল আউট হয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন ব্যাটসম্যানরা।
গেল ম্যাচে পাকিস্তানের ব্যাটসম্যানদের সবচেয়ে বড় দুর্বলতা ধরা পড়েছে। সেটা হচ্ছে বাউন্সের বিপক্ষে খেলতে না পারা। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা রিতিমত সরফরাজ-বাবরদের ঘুম হারাম করেছিলেন বাউন্সে।

তবে সব পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে মরিয়া হয়ে আছে পাকিস্তান দল। তাঁদের বিশ্বাস তাঁরা দ্রুত ঘুরে দাঁড়াবে। গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাকফুটে থেকে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। জয়ের লক্ষ্য মাথায় নিয়েই নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। একদিকে পাকিস্তান যেমন আত্মবিশ্বাসের ক্ষরায় আছে অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভালো অবস্থানে আছে ইংল্যান্ড। সেই সঙ্গে সম্প্রতি সময়ে ইংলিশদের ফর্ম এগিয়ে রাখছে তাঁদের এই ম্যাচে।
দলের সব ক্রিকেটারই বেশ ভালো ফর্মে আছেন। পাশাপাশি বেঞ্চে থাকা ক্রিকেটারদের উপরেও আস্থা রাখছেন অধিনায়ক মরগান। ৫-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেই এই ম্যাচে সরফরাজ আহমেদের দলের বিপক্ষে নামছে ইংলিশরা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইংল্যান্ডের তুরুপের তাস হতে পারেন অলরাউন্ডার বেন স্টোকস। গেল ম্যাচে ব্যাট এবং বল দুই বিভাগেই দলের হয়ে বড় অবদান রেখেছেন তিনি। পাকিস্তানের পক্ষে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন আগের ম্যাচে ৩ উইকেট নেয়া পেসার মোহাম্মদ আমির।
এই ম্যাচে পাকিস্তানের একাদশে ফেরার বড় সমভাবনা রয়েছে শোয়েব মালিক এবং আসিফ আলির। ভাগ্য পুড়তে পারে হ্যারিস সোহেলের। অন্যদিকে ইংলিশরা অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামার চিন্তা ভাবনা করছে।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশঃ জেসন রয়, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, টম কারান, মার্ক উড, আদিল রশিদ, জোফরা আর্চার।
পাকিস্তান সম্ভাব্য একাদশঃ ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলি, ওয়াহাব রিয়াজ।