promotional_ad

ঈদের কথা মাথায় আনেননি মাশরাফি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের আমেজে ঈদের আনন্দকে বড় করে দেখছেন না বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দক্ষিণ আফ্রিকাকে গত ম্যাচে ২১ রানে পরাজিত করার পর তিনি জানিয়েছেন খেলার ভেতরেই তাঁদের ঈদের আনন্দ নিহিত রয়েছে। 


মাশরাফির কাছে ঈদের থেকেও প্রাধান্য পাচ্ছে খেলাগুলোতে ভালোভাবে পারফর্ম করা। প্রোটিয়াদের বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপ শুরু করার পর সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক জানিয়েছেন উপভোগের মন্ত্রকেই বড় করে দেখছেন তাঁরা,



promotional_ad

'এ বছরের ঈদ আমরা মাথায় আনিইনি। আমরা জানি, আমাদের ঈদ এখন খেলার ভেতরে। আমরা উপভোগ করছি খেলা। আমাদের কাজই এখন এটা। টুকটাক অনেকের পরিবার এসেছে। আশা করি, তাদের সঙ্গে সবার ভালো সময় যাবে। এর বেশি কিছু আর নেই। ঈদের চেয়ে এখন আমাদের মূল কাজ হচ্ছে এই কাজগুলো শেষ করা ঠিকমতো,' বলেছেন মাশরাফি। 


এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ক্যানাডার বিপক্ষে পরাজিত হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের পর দিনই ছিল ঈদ। ফলে সেই ঈদটি অনেকটা মাটিই গিয়েছিল টাইগারদের। তবে এবারের দৃশ্যপট ভিন্ন। দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় ঈদের আনন্দটিও হয়তো ভালোভাবে উপভোগ করতে পারবে মাশরাফি বাহিনী। 


উল্লেখ্য আগামী ৫ই জুন নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চনমনে টাইগাররা সেই ম্যাচ জিতে আরও এক ধাপ এগিয়ে যেতে চাইবে। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball