আমরা এখনও বিশ্বকাপ জিততে পারবোঃ ডু প্লেসিস

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
টানা দুটি ম্যাচে পরাজিত হওয়ার পরও বিশ্বকাপ জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিচ্ছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। বাংলাদেশের কাছে ২১ রানে পরাজয়ের স্মৃতি টাটকা থাকতে থাকতেই ঘুরে দাঁড়ানো প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে হতাশার একটি পরাজয় দিয়ে টুর্নামেন্টে শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ১০৪ রানের সেই পরাজয়ের পর বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করেছিল তারা। কিন্তু সেই আশা গুঁড়ে বালি করে দিয়েছে সাকিব, মুশফিক, রিয়াদরা। এরপরেও দলকে অনুপ্রেরণা দেয়ার উদ্দেশ্যে ম্যাচ শেষে ডু প্লেসিস বলেছেন,

'আমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আমরা এখনও বিশ্বকাপ জিততে পারবো। আমি যদি না বলি তাহলে আমি দক্ষিণ আফ্রিকান নই। আমাকে পেছনে ফিরে তাকাতে হবে এবং কিভাবে দলের সাহস বাড়ানো যায় তার চিন্তা করতে হবে।'
'অতীতকে ভুলে যাও'- এই ব্রত নিয়ে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য প্রোটিয়া দলপতির। সামনের ম্যাচগুলোতে তাঁর দল দারুণভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে, প্রত্যাশা তাঁর। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার কথা জানিয়ে তিনি বলেছেন,
'আমরা জানি যে এই মুহূর্তে আমরা যথেষ্ট ভালো করছি না এবং আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। বিশ্বকাপ বেশ কয়েকটি শক্তিশালী দলের সমন্বয়ে গঠিত এবং আমাদের জিততেই হবে। আমাদের এছাড়া আর কোনও উপায় নেই। আমরা পেছনে ফিরে যেতে পারবো না এবং এভাবে পড়ে থাকতে পারবো না। আমি সেটা আপনাকে কথা দিতে পারি।'
উল্লেখ্য লন্ডনের কেনিংটন ওভালে রবিবার বাংলাদেশের বিপক্ষে ২১ রানে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে শুরুতে দুর্দান্ত ব্যাটিং করে প্রোটিয়াদের সামনে ৩৩১ রানের বাম্পার লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ। জবাবে ৮ উইকেটের ৩০৯ রানে থামতে হয় ডু প্লেসিসের দলকে।