promotional_ad

রোজা রেখে খেলেছেন মুশফিক, রিয়াদ, মিরাজ

ছবি- রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


রোজা রেখেই বিশ্বকাপের মতো বড় মঞ্চে মাঠে নেমেছেন বাংলাদেশ দলের তিন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। দারুণ এই অভিজ্ঞতায় অনেক উচ্ছ্বসিত দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।


এমন দিনে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে বিশ্বকাপে হারিয়েছে। যা রোজা রাখা ক্রিকেটারদের খুশি আরও বাড়িয়ে দিয়েছে, বলছেন মিরাজ।



promotional_ad

'আসলে আয়ারল্যান্ডেও রোজা রেখে খেলেছি, কিন্তু বিশ্বকাপের চাপ তো জানেন। আল্লাহ্‌র অশেষ রহমত ছিল এই রকম বড় একটা ম্যাচে রোজা রেখে খেলা আসলে ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদেরকে সমর্থন করছে। শুধু আমি না রিয়াদ ভাই, মুশফিক ভাই রোজা রেখেছে।


'আমার কাছে মনে হয় জীবনের অনেক বড় একটা অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে ভালো লেগেছে এমন দিনে ম্যাচ জিততে পেরে,' ম্যাচ শেষ বলেছেন মিরাজ।


দিনের ম্যাচ, সম্পূর্ণ সময়ই মাঠে কাটাতে হয়েছে ক্রিকেটারদের। রোজা রেখে মাঠে অবস্থান করা স্বাভাবিকের তুলনায় অনেক কষ্টসাধ্য। তাদের এই কষ্টের কারণেই আল্লাহর রহমত বাংলাদেশের উপর ছিল, বলছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।



মিরাজের ভাষ্য, 'নিয়ত করেছি রোজা রাখব, তখনই আল্লাহর উপর ছেড়ে দিছি। আল্লাহর রহমতে আমরা জিতেছি। মাশরাফি ভাই একটা কথা বলেছিলেন ড্রেসিং রুমে, ' এরা রোজা রেখেছে, তাই আল্লাহ্‌ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, আমরা সবাই ভালো খেলেছি।' অবশ্যই ভালো লাগছে আমার কাছে এমন দিনে রোজা রাখতে পেরে।'


নিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের ২১ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপের মিশন জয় দিয়ে শুরু করেছে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball