promotional_ad

ব্যাটিং লাইন আপ নিয়ে সন্তুষ্ট মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বাংলাদেশের বর্তমান ব্যাটিং লাইন আপটাকে অনেক শক্তিশালী মনে করেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাই এই লাইন আপ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।


বর্তমান লাইন আপের কল্যাণেই আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জিতেছে বাংলাদেশ। টাইগাররা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় তুলে নিয়েছে একই ব্যাটিং লাইন আপের উপর ভর করে। বিশেষ করে মিডেল অর্ডার ব্যাটসম্যানরা নিয়মিতই আস্থার প্রতিদান দিচ্ছেন। তাই তাদের অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়েছেন মাশরাফি।



promotional_ad

'হ্যা আমি শতভাগ বিশ্বাস করি আমাদের মিডেল অর্ডার ব্যাটসম্যানরা যথেষ্ট অভিজ্ঞ। আমি মনে করি আমরা সেরা মিডেল অর্ডার পেয়েছি। আমি সর্বদা এটি বলি। আপনি যদি অভিজ্ঞতার দিকে তাকান দেখবেন যে তামিম ইকবাল আছে, সাকিব তিন নম্বরে আছে, মুশফিক চার নম্বরে, রিয়াদ ৬ নম্বরে ব্যাট করছে গভীরে এবং মিঠুন দারুণ খেলছে আমাদের পক্ষে, এমনকি আজকেও ভালো খেলেছে। আবার সৌম্য আউট অফ দ্যা বক্সে এসে কিছু করছে। এটি আসলেই অনেক সাহায্য করছে। এবং অবশ্যই নাম্বার ৭ এ আমরা প্রতিনিয়ত পরিবর্তন আনছি মোসাদ্দেক এবং সাব্বির রহমানের সাথে। আমি মনে করি এটি আসলেই শক্তিশালী ব্যাটিং লাইন আপ। অবশ্যই আমি মুশি, রিয়াদ এবং মিরাজকে নিয়ে গর্বিত। তারা তাঁদের সেরাটা দিয়েছে আজকে।'


গত এক বছর ধরেই তিন নম্বরে খেলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইনজুরির কারণে দলে নিয়মিত হতে পারছেন না তিনি। ফলে এই জায়গায় অনেক সময় মুশফিক-সাব্বিরকেও খেলানো হয়েছিল।


তবে, বিশ্বকাপে সাকিবের উপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। তাদের বিশ্বাস ছিল অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিন নম্বরে নিজের সেরাটা দিতে পারবেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলে সেই আস্থার প্রতিদান নিয়েছেন সাকিব। এমনটাই মনে করেন মাশরাফি।



'আমরা গত বছর থেকে সাকিবকে তিন নম্বরে খেলিয়ে আসছি। তবে ফাইনালে সে ইনজুরিতে পড়ে এবং তাঁর ছয় মাস সময় লাগে ফিরে আসতে। এরপর সে যখন ফিরে আসে তখন কিছু ম্যাচে সে পাঁচে খেলেছে। এরপর আমরা ভেবেছিলাম যে তাঁর অনেক অভিজ্ঞতা রয়েছে এবং টপ অর্ডারে সে আরো দায়িত্ব নিয়ে খেলতে পারবে এবং সব ধরণের চাপ সামলাতে পারবে ও নিজের সেরাটা দিতে পারবে। এটাই আসলে মূল চিন্তা ছিলো এর পেছনে। সে আয়ারল্যান্ড থেকে তাঁর জায়গা পাকা করে এসেছে এবং সেখানেও সে ফাইনাল মিস করেছে। এরপর এখানে সে প্রথম ম্যাচ খেললো এবং দলের জন্য সে ভালো পারফর্ম করেছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball