টস হারতে চেয়েছিলেন মাশরাফি!

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
লন্ডনের কেনিংটন ওভালের উইকেট দেখে বিভ্রান্তিতে পড়েছিল বাংলাদেশ দল। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কি ব্যাটিং বেঁছে নিবেন নাকি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবেন সেটাই ভেবে পাচ্ছিলেন না।
একারণে প্রতিপক্ষ অধিনায়ক ফাফ ডু প্লেসিস টসে জিতুক এমনটাই কামনা করছিলেন মাশরাফি। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে জানান,
'দিন শেষে আমি প্রত্যাশা করছিলাম যে সেরা ব্যাপার হবে টসে হারা। ভাগ্যক্রমে আমি টসটি হেরেছিলাম এবং তাঁরা আমাদের ব্যাটিংয়ে পাঠায়।

'সত্যি কথা বলতে দল হিসেবে আমরা দ্বিধার মধ্যে ছিলাম, ৩০ মিনিটের মতো আমরা খরচ করেছিলাম ব্যাটিং কিংবা বোলিং নিব সেটি সিদ্ধান্ত নিতে।'
ম্যাচে ২১ রানের অসাধারণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে সৌম্য (৪২), সাকিব (৭৫), মুশফিক (৭৮), মাহমুদুল্লাহ (৪৬*) আর মোসাদ্দেকের (২৬) ব্যাটে ভর করে ৩৩০ রান করে বাংলাদেশ।
এরপরে বোলারদের নৈপুণ্যে সবসময়ই ম্যাচে দাপট দেখাতে থাকে টাইগাররা। ডু প্লেসিসদের হারানোর পর তাই দারুণ খোশমেজাজে আছেন টাইগার অধিনায়ক।
'অবশ্যই সবাই দলের জয়ে ভূমিকা রেখেছে বলে আমি খুশি। এটাই আমাদের দল, আমি মনে করি। যখন প্রত্যেকে অবদান রাখে তখন আমরা জিততে পারি বেশিরভাগ সময়।
'সুতরাং গতকাল আমি এখানে এসেছিলাম এবং একই কথা বলেছিলাম যদি আমাদের বেশিরভাগ খেলোয়াড় এগিয়ে আসতে পারে তাহলে একটি বড় সুযোগ থাকবে জয়ের জন্য। আমি মনে করি আমরা অনেক বেশি ভাগ্যবান এবং ভালো খেলতে পেরেছি।'