নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করতে আত্মবিশ্বাসী সাকিব

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও ভালো করতে আত্মবিশ্বাসী।
টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলার তাগিদ দিয়েছেন সতীর্থ্যদের। নিউজিল্যান্ড আইসিসির প্রতিটি টুর্নামেন্টে ভালো খেলে বলেই বিশেষ ভাবে সতর্ক টাইগাররা।

'আমরা এখন উচ্চ আত্মবিশ্বাসী কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের ভালো খেলতে হবে। যারা সব সময়ই আইসিসি ইভেন্টে ভালো খেলে।'
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ৭৫ রানের ইনিংস আর ভালো বোলিং। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে আন্দিলে ফেলোকায়োর দুর্দান্ত ক্যাচে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন সাকিব।
তাছাড়া বিশ্বকাপ শুরুর আগেই বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট ফিরে পেয়েছেন সাকিব। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই অলরাউন্ডিং পারফর্মেন্সে তিনি আবারও প্রমাণ করলেন কেন তিনি সেরা।
নিউজিল্যান্ডের বিপক্ষেও এই পারফর্মেন্স ধরে রাখতে মরিয়া থাকবেন সাকিব। আগামী ৫ জুন লন্ডনের কেনিংটন ওভালে কিউইদের মোকাবেলা করবে মাশরাফি বিন মর্তুজার দল।