প্রোটিয়াদের হারানো অন্যতম সেরা জয়ঃ সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছে দক্ষিণ আফ্রিকাকে হারানো ম্যাচটি শীর্ষ কয়েকটি জয়ের মধ্যে অন্যতম। তিনি জানিয়েছেন বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ দলের অনেক কিছু প্রমাণ করার আছে।
দক্ষিণ আফ্রিকাকে ২১ রানের ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা পাওয়া ম্যাচটি আসরের বাকি ম্যাচগুলোতে আত্মবিশ্বাস যোগাবে বলেই বিশ্বাস সাকিবের। এই অলরাউন্ডার জানিয়েছেন, বিশ্বকাপ মিশনে ইংল্যান্ড যাওয়ার সময়ই এমন শুরুর সংকল্প করেছিল টাইগাররা।

'এটি আমাদের শীর্ষ জয়গুলোর মধ্যে অন্যতম। আমরা অনেক দলের বিপক্ষেই অঘটন ঘটিয়েছি। এটা আমার চতুর্থ বিশ্বকাপ এবং এই টুর্নামেন্টে আমরা কিছুটা প্রমাণ করতে চাই। এর চেয়ে ভালো শুরু হতে পারে না। আমরা এমন একটি শুরুই চেয়েছিলাম। ইংল্যান্ডে আসার সময়ই আমাদের এই বিশ্বাস ছিল।'
এবার চতুর্থ বারের মতো বিশ্বকাপের আসরে খেলছেন সাকিব। নিজের প্রথম ম্যাচেই অলরাউন্ডিং পারফর্মেন্স করেছেন এই অলরাউন্ডার। প্রথমে ব্যাট হাতে ৮৪ বলে ৭৫ রানের ইনিংস খেলেছেন সাকিব।
এরপর বল হাতেও আলো ছড়িয়েছেন তিনি। ১০ ওভারে ৫০ রান খরচায় নিয়েছেন ১টি উইকেট। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে প্রোটিয়াদের রানের চাকা আটকে রেখেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
তাছাড়া, ফিল্ডার হিসেবে আন্দিলে ফেহলুকায়োর দুর্দান্ত ক্যাচ ধরেছেন সাইফুদ্দিনের বলে। অলরাউন্ডিং পারফর্মেন্সে ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।