বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ জুটিতে সাকিব-মুশফিক

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জুটির রেকর্ড গড়েছেন দুই টাইগার তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এই দুজনে এদিন যোগ করেছেন ১৪২ রান। আর তাতেই বিশ্বকাপে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড নিজেদের করে নিয়েছেন তাঁরা।
২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে ১৪১ রানের জুটি গড়েছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সেই ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ।

এদিকে, সাকিব-মুশফিকের জুটি আরেকটি রেকর্ড গড়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো উইকেট জুটিতেও এটি এখন বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে ২০১৫ সালেই ঢাকায় সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ ১৩৫ রানের ??ুটি গড়েছিলেন।
সাকিব আর মুশফিকের ব্যাটেই বাংলাদেশ প্রোটিয়াদের বিপক্ষে ৩৩০ রানের রেকর্ড পুঁজি গড়েছে। যা বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ওয়ানডে ফরম্যাটে।
এই রেকর্ড জুটি গড়ার পথে সাকিব ৭৫ রান করে আউট হয়েছেন ইমরান তাহিরকে মারতে গিয়ে বোল্ড হয়ে। সাকিবের সঙ্গে মুশফিক রান করছেন বলের সঙ্গে তাল মিলিয়ে।
সাকিব আউট হওয়ার সময় মুশফিকের রান ছিল ৬৯ বলে ৭১। এর মধ্যে মেরেছেন চোখ ধাঁধানো ৮ চার। সাকিব ফেরার পর মোহাম্মদ মিঠুনকে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
কিন্তু মিঠুনের পর তিনিও ফিরেছেন দ্রুত। স্লগ ওভারে পেটাতে গিয়ে আন্দেলো ফেহলুকায়োর বলে শেষ হয়েছে তার ৮০ বলে ৭৮ রানের ইনিংস।