একাদশে তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপের মিশন শুরু করছে বাংলাদেশ। লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিতব্য এই ম্যাচে খেলছেন ওপেনার তামিম ইকবাল। অনুশীলনে ইনজুরির কবলে পড়লেও বর্তমানে ফিট থাকায় গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তাঁকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে।


এছাড়াও তামিমের সাথে ওপেনিংয়ে থাকছেন সৌম্য সরকার। আজকের ম্যাচে তিন পেসার নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। মাশরাফি এবং মুস্তাফিজ ছাড়া তৃতীয় পেসার হিসেবে থাকছেন মোহাম্মদ সাইফুদ্দিন।


ব্যাটিং লাইন আপের বাড়তি শক্তি বৃদ্ধি করতেও কার্যকরী ভূমিকা পালন করবেন এই পেস বোলিং অলরাউন্ডার। অপরদিকে মিডেল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে থাকছেন মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত এবং মাহমুদুল্লাহ রিয়াদ।


promotional_ad

এদিকে আজ একজন বাড়তি পেসার নিয়ে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। সেক্ষেত্রে দলে ডাক পেয়েছেন ক্রিস মরিস। আর হাশিম আমলার পরিবর্তে একাদশে এসেছেন হার্ডহিটার ব্যাটসম্যান ডেভিড মিলার।  


বাংলাদেশ একাদশঃ


তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান। 


দক্ষিণ আফ্রিকা একাদশঃ


কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, এইডেন মার্করাম, জেপি ডুমিনি, ভ্যান ডার ডাসেন, আন্দাইল ফেহলুকেয়ো, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির,  ক্রিস মরিস। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball