কেনিংটন ওভালে টস হারলেন মাশরাফি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লন্ডনের কেনিংটন ওভালে আজ একটু পরেই বিশ্বকাপের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
আজকের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তবে এই ম্যাচে মাঠে নামার আগে দুশ্চিন্তায় আছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের ইনজুরি বাড়তি ভাবনায় রেখেছে অধিনায়ক মাশরাফিকে।
তার ওপর প্রস্তুতি ম্যাচে ইংলিশ কন্ডিশনের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েও সেটাকে কাজে লাগাতে পারে নি বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে বাতিল হলেও ভারতের বিপক্ষে পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাদের। যেকারণে বড় কোন সফলতা ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা।

অবশ্য ভালো অবস্থানে নেই দক্ষিণ আফ্রিকাও। ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হতাশার পরাজয় বরণ করে নিতে হয়েছিল তাদের। ফলে আত্মবিশ্বাসে কিছুটা ভাটা পড়েছে প্রোটিয়াদের। একই সাথে তাদের জন্য বড় দুঃসংবাদ হলো পুরোপুরি ফিট না হওয়ায় এই ম্যাচে খেলবেন না পেস তারকা ডেল স্টেইন।
বাংলাদেশ স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, আবু জায়েদ রাহি, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডেল স্টেইন, আন্দিলে ফেহলুকায়ো, ইমরান তাহির, কাসিগো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এনরিখ নর্টজে, লুঙ্গি এনগিদি, এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডাসেন, হাশিম আমলা, তাবরাইজ শামসি।