বাংলাদেশের বিপক্ষে অপেক্ষা ঘুচবে আমলার?

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৮ হাজার রানের ক্লাবে পা রাখার জন্য আর মাত্র ৭৭ রান প্রয়োজন প্রোটিয়া ওপেনার হাশিম আমলার। আজ বাংলাদেশের বিপক্ষে খেলতে পারলে এই মাইলফলক স্পর্শ করার সুযোগ থাকছে তাঁর।
একই সাথে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলিকে ছাড়িয়ে সবথেকে কম ইনিংসে ৮ হাজার রান পূর্ণ করবেন তিনি। তবে আজ আমলার খেলা নিয়ে এখনও রয়েছে সংশয়। কেননা ইংল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে জোফরা আর্চারের করা একটি বল হেলমেটে আঘাত হেনেছিল আমলার। পরবর্তীতে আহত হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।

যদিও পরে আবার মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ১৩ রান করে আউট হয়ে ফেরেন এই প্রোটিয়া। ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে ৮ হাজারি ক্লাবে পা রাখার জন্য ৯০ রান প্রয়োজন ছিল আমলার।
এখন পর্যন্ত ১৭২টি ইনিংসে মোট ৭৯২৩ রান সংগ্রহ করেছেন আমলা। অপরদিকে ৮ হাজার রান পূর্ণ করতে কোহলি খেলেছিলেন ১৭৫টি ইনিংস। সুতরাং এই বিশ্বকাপেই যে কোহলিকে ছাড়িয়ে যাবেন তিনি তা অনেকটা অবশ্যম্ভাবী বলা চলে।
এর আগে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সময়ের মধ্যে একই সাথে দুই, তিন, চার, পাঁচ ছয় এবং সাত হাজার রানের ক্লাবে পা রাখার রেকর্ড গড়েছিলেন আমলা। ৮ হাজার রানের মাইলফলক পূর্ণ করতে পারলে চতুর্থ দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়বেন তিনি।
আমলার আগে এই নজীর রেখেছিলেন জ্যাকস ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স এবং হার্শেল গিবস। কিংবদন্তী অলরাউন্ডার ক্যালিসের সর্বমোট ওয়ানডে রান সংখ্যা ছিল ১১৫৫০। যেখানে ডি ভিলিয়ার্স ৯৪২৭ এবং গিবস ৮০৯৪ রান করেছেন অবসরের আগে।
উল্লেখ্য এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে মোট ১৭৫টি ওয়ানডে খেলেছেন হাশিম আমলা। যেখানে তাঁর ব্যাটিং গড় ৪৯.৫১ এবং হাঁকিয়েছেন ২৭টি সেঞ্চুরি এবং ৩৭টি হাফসেঞ্চুরি।