বোল্ট, স্টার্কদের থেকে এগিয়ে মুস্তাফিজ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বোলিং স্ট্রাইক রেটের দিক থেকে বিশ্বকাপে সুযোগ পাওয়া পেসারদের তালিকায় সবার শীর্ষে রয়েছেন বাংলাদেশি মুস্তাফিজুর রহমান। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত কমপক্ষে ২০টি ইনিংস খেলা পেসারদের মধ্যে মুস্তাফিজের স্ট্রাইক রেট ২৭.৪।
মুস্তাফিজের পর যথাক্রমে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ইংল্যান্ডের লিয়াম প্ল্যাঙ্কেট, পাকিস্তানের হাসান আলি এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
তালিকার দুই নম্বরে থাকা বোল্টের স্ট্রাইক রেট ২৭.৮। অপরদিকে তালিকার তৃতীয়তে থাকা প্ল্যাঙ্কেটের স্ট্রাইক রেট বর্তমানে ২৮.৫। এছাড়াও ২৯.৪ স্ট্রাইক রেট নিয়ে চতুর্থতে অবস্থান হাসান আলির এবং পঞ্চমে ২৯.৪ স্ট্রাইক রেট নিয়ে আছেন স্টার্ক।

উল্লেখ্য বাংলাদেশ দলের হয়ে ৪৬ ওয়ানডেতে ৮৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। ২৩ বছর বয়সী এই বাঁহাতির বোলিং গড় ২২.২৭ এবং ইকোনমি রেট ৪.৮৮। এবারের বিশ্বকাপ মিশনে আসার আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি।
২০১৫ সাল থেকে এখন পর্যন্ত সেরা স্ট্রাইক রেটের বোলারঃ (বিশ্বকাপে সুযোগ পাওয়া)
১। মুস্তাফিজুর রহমান- ২৭.৪
২। ট্রেন্ট বোল্ট- ২৭.৮
৩। লিয়াম প্ল্যাঙ্কেট- ২৮.৫
৪। হাসান আলি- ২৯.৪
৫। মিচেল স্টার্ক- ২৯.৪