হেরেও ইতিবাচক থাকছেন আফগান দলপতি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটের বড় পরাজয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আফগানিস্তান। তবে গত ম্যাচে এই পরাজয়ের পরেও ইতিবাচক বিষয় খুঁজে পাচ্ছেন দলটির অধিনায়ক গুলবাদিন নাইব।
বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন বাঁহাতি মিডেল অর্ডার ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরান। খেলেছিলেন ৪৯ বলে ৫১ রানের একটি ইনিংস। অধিনায়ক নাইবের সাথে ষষ্ঠ উইকেটে ৮৩ রানের জুটিও গড়েছিলেন তিনি। ইতিবাচক থাকার রসদ এখান থেকেই পাচ্ছেন আফগান কাপ্তান। ম্যাচ শেষে তিনি বলেছেন,

'প্রত্যেকটি দল, বিশেষ করে আমাদের জন্য এটি একটি কঠিন প্রতিপক্ষ। সুতরাং আমরা শুধুমাত্র আমাদের সুযোগের অপেক্ষায় আছে। আপনি জানেন যে এই ধরণের প্রতিপক্ষ আপনাকে একটিও সুযোগ দিবে না। তবে তারা কঠিন থেকে কঠিন রূপে প্রতিনিয়ত মাঠে নামবে। আমরা শুধু ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করবো আমাদের পারফর্মেন্স থেকে এবং আগামী দিন খেলতে নামবো।'
দর্শকদের কাছ থেকেও যথেষ্ট অনুপ্রেরণা পেয়েছিলেন আফগান ক্রিকেটাররা। ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে আফগান সমর্থকদের দিয়ে মাঠভর্তি ছিল। আর তাঁদের সমর্থন বাড়তি শক্তির সঞ্চার করেছে খেলোয়াড়দের। নাইবের ভাষ্যমতে,
'অবশ্যই, আপনাদের যদি এই পরিমাণ দর্শক থাকে এবং তারা আপনাকে সমর্থন করে তাহলে আপনি অনেক ইতিবাচক বিষয় খুঁজে পাবেন তাঁদের কাছ থেকে। দর্শকদের মাঝে প্রচুর আফগান সমর্থকরা ছিল। সুতরাং দর্শক এবং আফগানিস্তানের সমর্থকরা আমাদের অনেক শক্তি প্রদান করেছে।'
অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে শেখার আছে অনেক কিছুই, বিশ্বাস করেন আফগান দলপতি। আর এই শিক্ষা নিয়েই আগামী ৪ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। ইতিবাচক থাকাকে মন্ত্র মেনে নাইব বলছেন,
'আমরা এই ধরণের দলের সাথে খেলতে পারছি, সুতরাং আপনাকে তাদের কাছ থেকে ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করতে হবে, তারা আপনাকে ভুল করার একটিও সুযোগ দিবে না। অবশ্যই, আমাদের সামনে একটি কঠিন ম্যাচ আছে।'