promotional_ad

মনস্তাত্ত্বিক লড়াইয়ে মেতে উঠেছে দক্ষিণ আফ্রিকা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে আজ বিশ্বকাপের ম্যাচে মাঠে নামার আগে মনস্তাত্ত্বিক খেলায় মেতে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আজকের একাদশে কারা খেলবেন সেটি নিয়ে স্পষ্টভাবে কিছুই জানায়নি দলটির টিম ম্যানেজমেন্ট।  


হাশিম আমলা, নাকি ডেভিড মিলার- কে খেলবেন টাইগারদের বিপক্ষে এই প্রশ্নই এখন সকলের মুখে মুখে। কারণ ইংল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে জোফরা আর্চারের করা একটি বল হেলমেটের গ্রিলে আঘাত হানে। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।



promotional_ad

পরবর্তীতে যদিও খেলতে নেমেছিলেন সুস্থ হয়ে। কিন্তু ১৩ রানের বেশি করতে পারেননি। এই আঘাতের পর আজকের ম্যাচে তাঁকে বিশ্রাম দিতে পারে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। তেমনটি হলে এইডেন মার্করামকে দেখা যেতে পারে ওপেনিংয়ে আর দলে আসতে পারেন ২৯ বছর বয়সী মিলার। 


তবে নিশ্চিত করে কিছুই এখনও জানায়নি প্রোটিয়া নির্বাচকরা। বলা যায় প্রতিপক্ষকে চাপের মুখে রাখতে একরকম কৌশলই খাটাতে যাচ্ছে তারা। এদিকে একাদশে মিলারের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য কিছুটা ভয়ের কারণ হতে পারে। 


কেননা মিলারের কথা আসলেই ২০১৭ সালের স্মৃতি ফিরে আসতে বাধ্য টাইগারদের মানসপটে। সেবার টি টুয়েন্টি ম্যাচে মোহাম্মদ সাইফুদ্দিনের করা ১৯তম ওভারে টানা পাঁচ বলে পাঁচ ছয় হাঁকান এই প্রোটিয়া। একই সাথে ৩৫ বলে সেঞ্চুরি তুলে নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি।  



আজকের ম্যাচেও বাংলাদেশের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে সাইফুদিনের। সেক্ষেত্রে আরও একবার মুখোমুখি হতে পারেন মিলার ও সাইফুদিন। এবার কি সাইফুদ্দিন পারবেন মিলারের হন্তারক হিসেবে নিজেকে প্রমাণ করতে? সেই প্রশ্নের জবাব জানা যাবে খেলা শুরু হওয়ার পরেই।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball