promotional_ad

স্টেইনের পরীক্ষা দিতে হচ্ছে না বাংলাদেশকে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কাঁধের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন প্রোটিয়া তারকা ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে বাংলাদেশের বিপক্ষে তাঁর খেলা হচ্ছে না।


বিশ্বকাপ শুরুর আগেই নিশ্চিত করা হয়েছিল স্টেইন পুরো ফিট না হওয়ায়, তাকে খেলানো হবে না উদ্বোধনী ম্যাচে। এবার বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকেও ছিটকে গেছেন তিনি। টাইগারদের বিপক্ষে স্টেইনকে বাইরে রেখেই একাদশ সাজাবে প্রোটিয়ারা।



promotional_ad

ইনজুরির কারণে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার গতিতারকা ডেল স্টেইন। একই কারণে রোববার বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও মাঠে নামা হবে না ডানহাতি এ পেসারের।


ফলে, বিশ্বকাপের এবারের আসরে মাঠে নামতে ৫ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে ৩৫ বছর বয়সী এই পেসারকে। সেদিন সাউদাম্পটনে ভারতের মুখোমুখি হবে ভারত। স্টেইনকে ছাড়া দক্ষিণ আফ্রিকার পেস বোলিং আক্রমণ অনেকটাই দুর্বল।


ইংল্যান্ডের বিপক্ষেও সেই দুর্বলতা চোখে পড়েছে। শুধু স্টেইন নয় শঙ্কা আছে হাসিম আমলাকে নিয়েও। এই ওপেনার ইংল্যান্ডের বিপক্ষে জফরা আর্চারের বাউন্সারে মাথায় আঘাত পেয়েছিলেন। তাকে শনিবার প্রোটিয়াদের অনুশীলনেও দেখা যায়নি।



উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০৫ রানের ব্যবধানে হারের পর বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোই বড় লক্ষ্য প্রোটিয়াদের। রবিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় টাইগারদের মোকাবেলা করবে ফাফ ডু প্লেসিসের দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball