তামিমের ওপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে দল

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
হাতে চিড় ধরা না পড়লেও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা নিয়ে সংশয় আছে তামিম ইকবালের। ম্যাচে খেলবেন কিনা এই ব্যাপারে জানাবেন তিনি নিজেই।
শনিবার অবশ্য নেটে ব্যাট হাতে অনুশীলন করেছেন তামিম। ম্যাচের আগের দিন গণমাধ্যমের সামনে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানান,

'তামিম ফিটনেস পরীক্ষা করিয়েছে। ফিজিওর সঙ্গে সে মাঠে আছে। সবকিছু দেখে ফিজিও চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। আসলে ফিজিও না, তামিম নিজেই জানাবে খেলতে পারবে কিনা।
'সে কতোটা ফিট এটা সেই বলতে পারবে। এটা তাঁর উপরেই নির্ভর করছে। যার ইনজুরি সে নিজেই ভালো বোঝার কথা। তামিম এই ব্যাপারে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।'
উল্লেখ্য, গত শুক্রবার (৩১ মে) নেটে ব্যাটিং অনুশীলনের সময় বাঁহাতে চোট পেয়েছেন তামিম। সঙ্গে সঙ্গে তাকে ড্রেসিং রুমে নিয়ে যান দলের ফিজিও থিয়ান চন্দ্রমোহন। ফলে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে না পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়।