অনুশীলনে ফিরেছেন তামিম

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মাঠে ফিরেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। শনিবার নেটে ব্যাট হাতে অনুশীলন করেছেন তিনি। শুক্রবার ব্যাটিং অনুশীলনের সময় কুনুইয়ে চোট পেয়েছিলেন তামিম।
সেদিনই জানা যায় তামিমের চোট গুরুতর নয়। ইতিমধ্যে তামিমের চোটের এক্স-রে রিপোর্ট হাতে পেয়েছে বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট। তাঁরা জানিয়েছেন তামিমের কুনুইয়ে কোনো চিড় ধরা পড়েনি। ফলে চিন্তার কিছু নেই।

তামিমের চোট গুরুতর না হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর খেলা নিয়ে এখনও শঙ্কা রয়েছে। পুরো ফিট না হলে রবিবার প্রোটিয়াদের বিপক্ষে তাকে খেলিয়ে ঝুঁকি নিতে চাইবে না বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট।
শুক্রবার বিসিবির একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছিল, শনিবার আবারো পর্যবেক্ষণ করা হবে তামিমকে। ব্যথা না কমলে এমআরআই’ও করানো হতে পারে। আর ব্যথা কমলে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, শুক্রবার (৩১ মে) নেটে ব্যাটিং অনুশীলনের সময় বাঁহাতের কনুইয়??? চোট পেয়েছেন তামিম। সঙ্গে সঙ্গে তাকে ড্রেসিং রুমে নিয়ে যান দলের ফিজিও থিয়ান চন্দ্রমোহন। ফলে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে না পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়।