সরফরাজের ফিটনেস নিয়ে সমালোচনায় শোয়েব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার একহাত নিয়েছেন পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদকে। সম্প্রতি এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, তাঁর দেখা প্রথম আনফিট অধিনায়ক সরফরাজ।
বিশ্বকাপের এবারের আসরে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। উইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে হেরে, স্বদেশী সাবেক ক্রিকেটারদের সমালোচনার মধ্যে পড়েছেন পাকিস্তান দলপতি।

এবার সেই তালিকায় যুক্ত হলেন শোয়েব আখতারও। উইকেটের পেছনে সরফরাজ আহমেদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শোয়েব।
‘সরফরাজ আহমেদ যখন টস করতে আসে, তার মোটা ভুঁড়ি তখন বেরিয়ে ছিল। তার মুখটাও বেশ মোটা। আমার দেখা প্রথম অধিনায়ক, যেকিনা এত আনফিট। তার চলাচল করতে কষ্ট হয়, সে উইকেটকিপিংয়েও নিজেকে মানিয়ে নিতে পারেনা।'
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ট্রেন্ট ব্রিজে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান দল মাত্র ২১.৪ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায়। ২৭ রানে চার উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেন ক্যারিবীয় পেসার ওশানে থমাস।
এরপর ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে ক্রিস গেইলের ফিফটির ওপর ভর করে ১৩.৪ ওভারেই জয় তুলে নেয় উইন্ডিজ। ফলে, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ থেকেই জয়ের ধারায় ফিরতে চাইবে পাকিস্তান।