কোহলির আচরণে ক্ষুদ্ধ রাবাদা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ৫ জুন ভারতের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। তিনি জানিয়েছেন আচরণগত ভাবে কোহলি খুবই অপরিপক্ক।
বিশ্বকাপ শুরুর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটেলসের হয়ে খেলেছেন রাবাদা। সেখানেই কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি।

সেই ম্যাচের এক পর্যায়ে কোহলি ও রাবাদার কথা কাটাকাটিও হয়েছিল। সেই প্রসঙ্গ তুলেই কোহলির উপর ক্ষেদ ঝেড়েছেন দক্ষিণ আফ্রিকা দলের এই পেসার।
‘সেই সময় আমি শুধু গেম প্ল্যান নিয়ে ভাবছিলাম। কোহলি আমার বলে বাউন্ডারি মারার পর আমার উদ্দেশ্যে কিছু কথা বলে। কিন্তু আমি যখন জবাব দিতে যাই তখনই সে রেগে যায়। আমি বুঝলাম না। রান করার জন্যই হয়ত সে এটা করেছে। কিন্তু তাকে আমার কাছে খুবই অপরিপক্ক মনে হয়েছে।’
মাঠে কটুক্তির সামনে দমে যাবার পাত্র নন রাবাদা। তিনি জানিয়েছেন এগুলো তাকে আরও ভালো খেলতে সাহায্য করে এবং নিজের সেরাটা দিতে প্রেরণা যোগায় বলেই বিশ্বাস রাবাদার।
‘কোহলি একজন অসাধারণ খেলোয়াড় কিন্তু সে কটুক্তি সহ্য করতে পারেনা। কিন্তু এসব বিষয় আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। আমার জন্যেও একই কথা। এটি আমাকে ভালো খেলতে জাগিয়ে তুলে। যদি কেউ এসে আমাকে বলে, আমি তোমাকে মারব, তোমার বলে বাউন্ডারি মারব। তাহলে সেটা আমাকে আরও ভালো বল করতে প্রেরণা যোগায়।’