শ্রীলঙ্কা দলে একাধিক ম্যাচ উইনার আছেঃ জয়াবর্ধনে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা দলের সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের মতে শ্রীলঙ্কা দলে একাধিক ম্যাচ উইনার আছে। যারা প্রতিপক্ষের হাত থেকে ম্যাচ বের করে আনতে পারে। তাছাড়া, বিশ্বকাপের ফরম্যাটটি বিশেষ করে আশা যোগাচ্ছে জয়াবর্ধনেকে।
কারণ এবারের আসরে প্রত্যেকেই প্রত্যেকের বিপক্ষে খেলার সুযোগ পাবে। বিশ্বকাপে চার-পাঁচটি জয়ই শ্রীলকাকে সেমিফাইনালে পৌঁছে দিতে পারে বলে মনে করেন সাবেক এই লঙ্কান অধিনায়ক।

'আমাদের দলে একাধিক ম্যাচ উইনার আছে। তাই দলটির উপর আমার আত্মবিশ্বাস রয়েছে। আমি মনে করি চার-পাঁচটি জয়ই নক আউটে পৌঁছে দেয়ার জন্য যথেষ্ঠ। কারণ এই ফরম্যাটে প্রত্যেকেই প্রত্যেকের বিপক্ষে খেলবে। এখানে অনেক ভালো দল আছে, যে কোনো দিন যে কেউ একে অপরকে হারিয়ে দিতে পারে।'
বেশ অনেকদিন ধরেই অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট। জয়াবর্ধনের অবসরের পর গত কয়েক বছরে অধিনায়কত্ব হাতবদল হয়েছে বেশ কয়েকবার। খেলোয়াড়দের সঙ্গে দলের ম্যানেজমেন্টের দ্বন্দ্বও সবারই জানা।
জয়াবর্ধনে শিকার করেছেন তাঁর সময়েও এমন অস্থিরতা চলতো লঙ্কান দলে। তবে এর থেকে বেরিয়ে আসার জন্য পথ খুঁজে নিয়েছিলেন তাঁরা। শ্রীলঙ্কা দলের বর্তমান খেলোয়াড়রাও এভাবেই নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে, বিভিন্ন উপায় খুঁজে বের করবেন বলে বিশ্বাস সাবেক এই লঙ্কান অধিনায়কের।
'শ্রীলঙ্কা দলে সবসময়ই বিশৃঙ্খলা ছিল। যখন আমরা খেলতাম তখনও। এটা কোনো সময় চিরস্থায়ী ছিল না। আমাদের বিভিন্ন উপায় খুঁজে বের করতে হয়েছিল এবং নিজেদের কাজে মনোযোগ দিতে হয়েছিল। এই ছেলেদের জন্যও এমনটাই করতে হবে।'