promotional_ad

কোহলির দেয়া বিশেষ ব্যাট হাতছাড়া রশিদের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||
 
বিশ্ব ক্রিকেটের অনেক তারকা ক্রিকেটারের ব্যাট সংগ্রহে রেখেছেন আফগানিস্তানের বোলিং অলরাউন্ডার রশিদ খান। তবে সেগুলোর মধ্য থেকে সবথেকে প্রিয় এবং কার্যকরী ব্যাটটি তিনি পেয়েছিলেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির কাছ থেকে। কিন্তু দুঃখের বিষয় সেই ব্যাটটি আর নিজের কাছে রাখতে পারেননি রশিদ। 


আফগানিস্তানের তৎকালীন অধিনায়ক আসগর আফগান ব্যাটটি নিয়ে গিয়েছিলেন নিজের জিম্মায়। ফলে সেটি দিয়ে আর খেলা হয়ে ওঠেনি তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে রশিদ জানিয়েছেন কোহলির দেয়া সেই ব্যাটটি নিঃসন্দেহে তাঁর জন্য ছিল স্পেশাল। ছক্কা হাঁকানোর জন্য আদর্শ একটি ব্যাটই উপহার পেয়েছিলেন তিনি উল্লেখ করে রশিদ বলেছেন,  


'আমি যখন আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ব্যাটটি দিয়ে খেলছিলাম......আমি একটি চার হাঁকাতে চেয়েছিলাম এবং আমি ছয় মেরেছিলাম। আমি তখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে ভাবছিলাম এটা কি হলো? এটা ছয় হয়ে গেল? আমি মিড অফ অঞ্চল দিয়ে আরেকটি বাউন্ডারি হাঁকাতে যাই এটাও ছয় হয়। তখন আমি ভাবছিলাম যে এই ব্যাটটিতে কিছু একটা আছে। 



promotional_ad

আমি এই ব্যাটটি অনেক পছন্দ করেছিলাম। আমার কাছে মনে হয়েছে এটি এমন একটি ব্যাট যেটি দিয়ে আমি প্রতি বলে ছয় হাঁকাতে পারবো। ব্যাটটিতে বিশেষ কিছু ছিল। আমি যখন সাজঘরে ফিরেছিলাম আমাদের অধিনায়ক আসগর আফগান আমার কাচে ব্যাটটি চেয়েছিল, আমার দিতে ইচ্ছা না থাকলেও আমি বলেছিলাম এটি সম্পূর্ণ তোমার ব্যাপার।'


অধিনায়ক আসগরকে ব্যাটটি দেয়ার বিন্দুমাত্র ইচ্ছা যে ছিল না রশিদের সেটি অবশ্য অকপটেই স্বীকার করেছেন তিনি। আর সেই কারণে কায়মনে প্রার্থনাও নাকি করেছিলেন যেন ব্যাটটি দিয়ে ভালো খেলতে না পারেন আসগর। রশিদ খানের ভাষ্যমতে, 


'সে (আসগর) তৎক্ষণাৎ ব্যাটটি নিয়ে তাঁর নিজের ব্যাগে রাখে। এটি ছিল বিশেষ খেলোয়াড়ের জন্য বিশেষ একটি ব্যাট। সে ব্যাটটি নিয়ে গিয়েছিল এবং আমি আশা করছিলাম যেন সে এটি দিয়ে ভালো না খেলতে পারে এবং আমাকে আবারও ফিরিয়ে দেয়।' 



ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে দ্বিতীয় সেরা অলরাউন্ডার রশিদ খান। তাঁর সংগ্রহে কোহলির দেয়া ব্যাটটি ছাড়াও ছিল ডেভিড ওয়ার্নার, লোকেশ রাহুলদের মতো তারকা ব্যাটসম্যানের ব্যাট। এগুলোর প্রত্যেকটির মহিমা যে কতটা সেটি নিজেই জানিয়েছেন তিনি, 


'যখন আপনি ব্যাটিংয়ের স্কিল শিখবেন, আপনার একটি ভালো ব্যাটের প্রয়োজন হবে। আমার কাছে কিছু ব্যাট আছে অন্য ক্রিকেটারদের দেয়া। আমি ভিরাট কোহলির কাছ থেকে একটি ব্যাট পেয়েছিলাম, ডেভিড ওয়ার্নার এবং লোকেশ রাহুলের কাছ থেকেও পেয়েছি। সেই ব্যাটগুলো অনেক স্পেশাল। এগুলো বিশ্বকাপে আমাকে আরও বেশি রান পেতে সাহায্য করবে,' বলেছেন এই আফগান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball