সাইফুদ্দিন না রুবেল?

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পিঠের ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে অনিশ্চয়তার মুখে পড়েছেন টাইগারদের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। শেষ মুহূর্তে তিনি ফিট না থাকলে ভিন্ন পরিকল্পনায় যেতে পারে টিম ম্যানেজমেন্ট, জানিয়েছেন দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
সেক্ষেত্রে আরেক পেসার রুবেল হোসেনের ভাগ্য খুলতে পারে, এমনটাই আভাস দিয়েছেন ক্যারিবিয়ান এই কোচ। সাইফুদ্দিনের ইনজুরিই অন্যদের দরজা খুলে দিয়েছে উল্লেখ করে সাংবাদিকদের ওয়ালশ বলেছেন,

'বিশ্বকাপের আগে রুবেল খুব বেশি ম্যাচ পায়নি। কিন্তু তিন পেসার নিয়ে খেললে তাকে পাওয়া বেশ ভালো। তবে আমার মনে হয় এতোদিন যাকে (সাইফুদ্দিন) খেলানো হয়েছে তার উপরই আস্থা থাকবে বেশি। কিন্তু সমস্যা হলো এখন সাইফুদ্দিনের ইনজুরি আছে। তাঁর ইনজুরি অন্যদের জন্য দরজা খুলে দিয়েছে। তবে এখনই বলা যাচ্ছে না কে খেলবে।’
ওয়ালশ আরও জানিয়েছেন প্রোটিয়াদের বিপক্ষে কারা খেলতে পারেন সেটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আজ শনিবার। তবে একাদশে জায়গা পেতে হলে শক্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে বোলারদের বলে বিশ্বাস এই ক্যারিবিয়ান কিংবদন্তীর। তাঁর ভাষায়,
'এই মুহূর্তে আমরা বেশ আত্মবিশ্বাসী যে যদি শেষ মুহূর্তে কাউকে দরকার হয় সেক্ষেত্রে আমাদের যথেষ্ট বোলার আছে খেলানোর মতো। আগামীকাল (আজ) এসব ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার যথার্থ সময়। প্রতিযোগিতা ধরে রাখাটা দারুণ কিছু।'
উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করার আগে চোটে জর্জরিত হয়ে পড়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়া মাশরাফি এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় অনুশীলন করেননি গতকাল। এছাড়াও কব্জির ইনজুরিতে পড়েছেন ওপেনার তামিম ইকবালও।