promotional_ad

হতাশ নন ক্যালিস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের আসর পরাজয় দিয়ে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে বাজে পারফর্মেন্স উপহার দেয়ার পরও নিজ দেশ নিয়ে হতাশ নন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার জ্যাকস ক্যালিস। 


ইংলিশদের বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারার পরও ডু প্লেসিসদের ওপর এখনই আস্থা হারাতে নারাজ ক্যালিস। তাঁর বিশ্বাস, টুর্নামেন্টে অনেক দূর পর্যন্ত যেতে সক্ষম দলটি। আইসিসির একটি কলামে  নিজ দেশের প্রতি শুভকামনা জানিয়ে ক্যালিস লিখেছেন,  



promotional_ad

'ইংল্যান্ডের মাটিতে প্রথম ম্যাচ খেলা কখনোই সহজ কিছু নয়, তবে দক্ষিণ আফ্রিকা যে টুর্নামেন্টে অনেক দূর পর্যন্ত যাবে সেই ব্যাপারে আমি আমার মতামত পরিবর্তন করবো না।'


ভুল শুধরে সামনে এগিয়ে যাওয়ার এখনও অনেক সময় আছে বলে বিশ্বাস ক্যালিসের। তাঁর ভাষ্যমতে, 'এই ম্যাচে তারা বেশ কিছু ভুল করেছে, উইকেট ছুঁড়ে দিয়ে এসেছে। তবে এরপরেও আমি মনে করি তাঁদের পারফর্মেন্স এমন আহামরি খারাপ হয়নি যেটি শুধরানো সম্ভব নয়।' 


ইংলিশদের কাছে নাস্তানাবুদ হওয়ার পর ডু প্লেসিসের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। কিন্তু এক্ষেত্রেও ব্যতিক্রম ক্যালিস। তাঁর বিশ্বাস বোলার বাছাইয়ের দিক থেকে যথেষ্ট পারদর্শীতা দেখাতে সক্ষম হয়েছেন ডু প্লেসিস। সাবেক এই প্রোটিয়া কিংবদন্তীর বলেছেন, 



'আমি মনে করি ফাফ ডু প্লেসিস কয়েকজন ভালো বোলার বাছাই করেছে এবং বোলিংয়ে তাঁদের যে বৈচিত্র রয়েছে তা অসাধারণ। দক্ষিণ আফ্রিকা প্রথম ২০ ওভারে খেলার মধ্যে ছিল, তবে হাশিম আমলাকে হারানোটি অনেক বড় আঘাত ছিল। এরপর তারা কয়েকটি উইকেট ছুঁড়ে দিয়েছিল।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball