হতাশ নন ক্যালিস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের আসর পরাজয় দিয়ে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে বাজে পারফর্মেন্স উপহার দেয়ার পরও নিজ দেশ নিয়ে হতাশ নন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার জ্যাকস ক্যালিস।
ইংলিশদের বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারার পরও ডু প্লেসিসদের ওপর এখনই আস্থা হারাতে নারাজ ক্যালিস। তাঁর বিশ্বাস, টুর্নামেন্টে অনেক দূর পর্যন্ত যেতে সক্ষম দলটি। আইসিসির একটি কলামে নিজ দেশের প্রতি শুভকামনা জানিয়ে ক্যালিস লিখেছেন,

'ইংল্যান্ডের মাটিতে প্রথম ম্যাচ খেলা কখনোই সহজ কিছু নয়, তবে দক্ষিণ আফ্রিকা যে টুর্নামেন্টে অনেক দূর পর্যন্ত যাবে সেই ব্যাপারে আমি আমার মতামত পরিবর্তন করবো না।'
ভুল শুধরে সামনে এগিয়ে যাওয়ার এখনও অনেক সময় আছে বলে বিশ্বাস ক্যালিসের। তাঁর ভাষ্যমতে, 'এই ম্যাচে তারা বেশ কিছু ভুল করেছে, উইকেট ছুঁড়ে দিয়ে এসেছে। তবে এরপরেও আমি মনে করি তাঁদের পারফর্মেন্স এমন আহামরি খারাপ হয়নি যেটি শুধরানো সম্ভব নয়।'
ইংলিশদের কাছে নাস্তানাবুদ হওয়ার পর ডু প্লেসিসের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। কিন্তু এক্ষেত্রেও ব্যতিক্রম ক্যালিস। তাঁর বিশ্বাস বোলার বাছাইয়ের দিক থেকে যথেষ্ট পারদর্শীতা দেখাতে সক্ষম হয়েছেন ডু প্লেসিস। সাবেক এই প্রোটিয়া কিংবদন্তীর বলেছেন,
'আমি মনে করি ফাফ ডু প্লেসিস কয়েকজন ভালো বোলার বাছাই করেছে এবং বোলিংয়ে তাঁদের যে বৈচিত্র রয়েছে তা অসাধারণ। দক্ষিণ আফ্রিকা প্রথম ২০ ওভারে খেলার মধ্যে ছিল, তবে হাশিম আমলাকে হারানোটি অনেক বড় আঘাত ছিল। এরপর তারা কয়েকটি উইকেট ছুঁড়ে দিয়েছিল।'