বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে তিন সমস্যায় প্রোটিয়ারা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ভরাডুবির পর ঘুরে দাঁড়াতে মরিয়া ফাফ ডু প্লেসিসের দক্ষিণ আফ্রিকা। ২রা জুন বাংলাদেশের বিপক্ষে ম্যাচই হতে পারে তাদের ফেরার উপলক্ষ।
তবে সেই ম্যাচের আগে তিনটি সমস্যার মুখে পড়তে হচ্ছে প্রোটিয়াদের। দলের ব্যাটিং এবং বোলিং লাইন আপ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে তারা। দ্বিতীয় ম্যাচের আগে এসকল বিষয় নিরসন করার লক্ষ্য থাকবে তাদের।
এইডেন মার্করাম নাকি ডেভিড মিলার?

এখন পর্যন্ত মাত্র ১৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন প্রোটিয়া টপ অর্ডার ব্যাটসম্যান এইডেন মার্করাম। তবে অভিজ্ঞতার দিক থেকে ২৪ বছর বয়সী এই ডানহাতির তুলনায় যোজন দূরত্বে অবস্থান করছেন ২৯ বছর বয়সী ডেভিড মিলার। তাঁর ঝুলিতে রয়েছে ১২০টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা। সুতরাং বাংলাদেশের বিপক্ষে মিলার নাকি মার্করাম খেলবেন সেটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন দক্ষিণ আফ্রিকা দলের কোচ ওটিস গিবসন এবং অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
ইংল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে ব্যাট হাতে মাত্র ১১ রান করেছিলেন মার্করাম। জোফরা আর্চারের করা বলে জো রুটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। একই সাথে দারুণ শুরুর আভাস দিয়েও শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হতে হয় তাঁকে। আর তাই অভিজ্ঞ মিলারের সুযোগ পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অন্তত মিডেল অর্ডারের শক্তি বাড়াতে তাঁকে অন্তর্ভুক্ত করার চিন্তা আসতে পারে প্রোটিয়া টিম ম্যানেজমেন্টের।
ওপেনিং বোলিংঃ
বাংলাদেশের বিপক্ষে ওপেনিং বোলিং নিয়ে সমস্যার মুখে পড়তে পারে দক্ষিণ আফ্রিকা। গত ম্যাচে লেগ স্পিনার ইমরান তাহিরকে দিয়ে ওপেন করিয়ে সুফল পেয়েছিলেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তবে পেসার লুঙ্গি এনগিদি এবং কাগিসো রাবাদারা তাঁদের ওপেনিং স্পেলে সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন। সুতরাং টাইগারদের বিপক্ষে ২ তারিখের ম্যাচে শুরুতেই দ্রুত উইকেট নেয়ার প্রতি গুরুত্ব দিতে হবে প্রোটিয়াদের। নতুন বলে এনগিদি এবং রাবাদাকে জ্বলে উঠবেন এই প্রত্যাশায় মাঠে নামবে ডু প্লেসিসের দল।
কয়জন স্পিনার খেলবেন?
দ্বিতীয় ম্যাচে মোট কয়জন স্পিনার খেলানো হবে সেটি নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। যদিও কেনিংটন ওভালের ধীর গতির উইকেটের কথা মাথায় রেখে বাংলাদেশের বিপক্ষে একজন বাড়তি স্পিনার খেলানোর চিন্তা করতে পারে তারা। সেক্ষেত্রে সুযোগ মিলতে পারে ২৯ বছর বয়সী চায়নাম্যান বোলার তাবরাইজ সামসির।
ইমরান তাহিরের সাথে স্পিন বিভাগ সামলাতে পারেন তিনি। তবে সমস্যা হলো সামসিকে দলে অন্তর্ভুক্ত করা হলে বাদ পড়তে পারেন ডান হাতি পেসার ডোয়াইন প্রিটোরিয়াস। ব্যাট হাতে লোয়ার অর্ডারে বেশ কিছু রান এনে দিতে সক্ষম প্রিটোরিয়াসকে বাদ দেয়ার আগে দুইবার ভাবতে হবে নির্বাচকদের। সবমিলিয়ে দোটানায় পড়তে হচ্ছে তাঁদের।